ভাই আমার মনে হয় আপনি স্থির ভাবে বিজনেসটায় বসতে পারতেছেন না। ভাই যেহেতু আপনি গ্রামের বাজার থেকে একটু বড় বাজারের দিকে শিফট করতেছেন সেহেতু বলবো আপনি যে পরিকল্পনা করেছেন সেটা ভালো কিন্তু ভাই বুঝে শুনে দোকানটা নিয়ে পরবর্তী সময়ে যেন আর নড়াচড়া করতে না হয় কারণ বিজনেস করতে হলে আপনাকে সেখানে স্থির হতে হবে। আশা করি আপনার এই যাত্রাটা ভালো হবে একটু ধৈর্য ধারণ করেন তখন তা ভালোমতো সাজিয়ে গুছিয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ ভালো কিছু দেবে। আমার অনেক ভালো লেগেছে আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন বিজনেস জিনিসটা আমার অনেক প্রিয়।
কয়েকদিন যাবৎ আসলে খুবই ব্যাস্ত সময় পার করছিলাম এই দোকান শিফট করা নিয়েই। আজকে মাত্র পিসিতে বসার সময় পেলাম। এই কয়েকদিন ধরে মোবাইলে আর ল্যাপটপে কাজ করছিলাম এবং খুবিই ব্যাস্ত সময়ের মাঝে ছিলাম। আজকে এখন একটু ফ্রি টাইম পেয়েই ফোরামে ঢু মারতে আসলাম। যে যাই বলুক না কেনো, আমি দোকান শিফট করেছি এর পেছনের প্রথম কারন হলো প্রত্যাশা মতো সেল না হওয়া। আমি যদি আমার ইনভেষ্টমেন্ট ফেলে রাখি এবং প্রতি মাসেই লস করি, তাহলে বিজনেস গ্রো করবে না। আমার দরকার ছিলো এমন একটা লোকেশন যেখানে আমি প্রত্যাশা মতো সেল করতে পারবো। যাই হোক, যেহেতু এইখানের বাজার একটু বড়, আশা করি এখানে সেল একটু বৃদ্ধি হবে। তবে সব কিছুর আগে আল্লাহর করুনার ওপর ভরসা করতে চাই। আল্লাহ চাইলে এবার ঘুরে দাড়ানোর চেষ্টা করবো।