Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 1 user
Re: বাংলা (Bengali)
by
inearth
on 18/11/2024, 05:25:29 UTC
⭐ Merited by Xal0lex (3)
আলহামদুলিল্লাহ, আজকে আমি Jr.member এ পদোন্নতি করলাম। এটি আমার জন্য খুশির বিষয়। ছোট হলেও, এটা আমার কমিউনিটি ইন্টারঅ্যাকশন, এই rank up আমাকে আরও শিখতে এবং অবদান রাখতে উৎসাহিত করছে। যদিও এটি খুবই ছোট একটি অর্জন তবুও এটি আমার জন্য খুবই আনন্দের। এবং আমি এখন থেকে ভালো ভাবে ফোরামে অবদান রাখার চেষ্টা করবো। এবং পরবর্তী র্যাংক অর্জন করার চেষ্টা করবো, এটি আমার জন্য একটি স্টার্টআপ পয়েন্ট।