Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 18/11/2024, 16:47:47 UTC


কি অবস্থা সবার আজকে একটা স্ট্রাটেজি নিয়ে আলাপ চাচ্ছি এবং আপনাদের মতামত এবং পরামর্শ চাচ্ছি.

অনেকে হয়তো জানেন আমি লং টার্মের জন্য কিছু বিটকয়েন হোল্ডিং করেছিলাম এবং সেগুলো বর্তমানে ৫০% প্রোফিটে রয়েছে এবং যদি আমি সেগুলোকে ১০০ কে তে সেল করি তাহলে আমার প্রফিট হবে ৬৫.৫৫ পার্সেন্ট।
যদিও আমি আমার এই  ফান্ড গুলোকে ৮-১০ বছরের জন্য হোল্ডিং করতে চেয়েছিলাম তবে আমার মাথায় একটা চিন্তা করতেছে এখন যে আমি যদি এই বুল সিজনে বিটকয়েন সেল করে আমার আশেপাশে কিছু জায়গা কিনে রাখি তাহলে  জায়গাটি অবশ্যই যদি দুই বছর পরে যদি বেয়ার সিজন আসে তাহলে কম সে কম 30 থেকে 40% প্রফিটে সেল করতে পারবো এবং পরবর্তীতে যদি বিয়ার সিজনে বিটকয়েন ইনভেস্টমেন্ট করি এবং হোল্ডিং করে আবার যদি বুল সিজনে ফেল করি তাহলে পাঁচ থেকে ছয় গুন প্রফিট অর্জন করা যেতে পারে।
যেমন ২০২২ সালের ডিসেম্বর মাসে আমার কাছে ৫ লাখ টাকা ছিল এক্সপিরিয়েন্স ছিল না এবং মনের ভেতর ভয় ছিল এজন্য আর ইনভেসমেন্ট করিনি তখন যদি ইনভেস্টমেন্ট করে এখনও পর্যন্ত হোল্ডিং করে আসতাম তাহলে হয়তো আমার সেই ৫ লাখ এখন ৩০ লাখের উপরে থাকতো।

তাই আপনারা কি মনে করেন এটা কি আসলে ওয়ার্কআউট করবে? মানে আমি  বুল সিজনে বিটকয়েন সেল করে জমি কিনে রাখবো এবং বেয়ার সিজনে জমি বিক্রি করে  বিটকয়েন ইনভেস্টমেন্ট করব। এবং আমার টার্গেট ২০২৬ বা ২৭ সালে অ্যারাউন্ড ৩০কে এর আশেপাশে বিটকয়েন ক্রয় করা।


যদি কাগজ পাতি ঠিক থাকে তাহলে জমি বিক্রি করা বা ক্রয় করতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আপনারা জানান আমার এক্সপেরিয়েন্স থেকে চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় লেগেছে যদিও জমিতে কিছু সমস্যা ছিল।

আরেকটা কথা কারো কি গোল্ড বার ক্রয় করা বা বিক্রয় করার সম্পর্কে কোন আইডিয়া রয়েছে?
যেমন আমি যদি এখন গোল্ড  বার ক্রয় করি পরবর্তীতে কি আমার সেল দেওয়ার ক্ষেত্রে ক্ষয় হিসেবে কিছু পার্সেন্টেজ বাদ যাবে?
যেমনটা আমরা পুরাতন গয়না কাটি বিক্রি করার সময় দেখে থাকি ?