Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 22/11/2024, 14:18:47 UTC
আমার তো ভাই ১০০ কে টার্গেট ছিল তবে বর্তমানে মার্কেটের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে মার্কেট ১০০ কে এর উপরে যাবে তাই আমি এখনো বুঝতেছে না কি করব তার মধ্যে ১০০ ক্ষেত্রে সেল অর্ডার ক্রিয়েট করে রেখেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি গতকালকেই।
আর এটা ভাই আমিও বুঝতেছি যে হান্ড্রেড কেটে আসলে অবশ্যই অনেকে বিটকয়েন সেল করবে এবং তার প্রভাব মার্কেটে অবশ্যই পড়বে হতে পারে আমরা এজন্য মার্কেটে কিছু ডাম্প দেখতে পারি। আর এ বিষয়টা আমি আজকেও চিন্তা করেছি আমি কি ১০০কে তে  ৫০% সেল করে দিব কিনা।
তবে দেখি বিটকয়েন ১০০ কে এর উপরে কত যায় এখন টার্গেট সেট করা নিয়ে মুশকিলে পড়ে গিয়েছি অলরেডি প্রায় ৬০% প্রোফিটে রয়েছি।  Smiley

৫০% সেল করার দরকার নাই। আপনি ৯৫ এর ভেতরে অন্তন ২০-২৫% সেল দিয়ে অন্তত কিছু প্রফিট করতেই পারেন। আবার বিটকয়েন পাম্প করলে আমারে গালি দিয়েন না। এটা আমারে আরেক বড় ভাই বলছে যদিও। ২০২৫ এর জানুয়ারী তে একটা পাম্প আশা করা যাচ্ছে। এই মুহুর্তে ৫০% সেল না দেয়াই ব্যাটার হবে। তবে যদি এখান থেকে মার্কেট নিচে চলে যায়, তাহলে আবার রিগ্রেট করবেন। তবে মার্কেট নিচে যাওয়ার মতো তেমন কোনো কারন দেখছি না আপাতত।

সামনের দিন গুলোতে আমার মনে হয় বিটকয়েন সেল করে অনেকেই অল্ট কয়েন মার্কেটে ঢুকবে। কারন অল্ট সিজন এখনো শুরুই হয়নি। যেখানে বিটকয়েন অলরেডি ১০০ কে ছুই ছুই করছে। তবে যেটা বললাম, অল্প কিছু সেল করে আপাতত ষ্ট্যাবল কয়েন রেখে দিতে পারেন। তবে বেশি সেল করা ঠিক হবে না মনে হয়। মার্কেট মুভমেন্ট বুঝে সেল দিতে পারেন।