Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 02/12/2024, 21:34:40 UTC
Quote from: Discussion [English]Last year's [Results]Bitcointalk Party [Discord] Contest participants [Full List]








51 votes / $1000

47 votes / $250

47 votes / $250

41 votes / BC Code $50

38 votes  / BC Code $50








35 votes / BC Code $50
________________________


33 votes / BC Code $50
________________________


32 votes / BC Code $50
________________________


31 votes / BC Code $50
________________________


26 votes / BC Code $50
________________________

অবশেষে ২০২৪ সালের কুমড়া খোদাই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতায় পুরুস্কারের সংখ্যা বাড়িয়ে ৮ থেকে ১০ জন করা হয়েছে।

এই বছরে ১১২ জন অংশগ্রহণকারী ছিলো যার মধ্যে ১১১ জন্য যোগ্য ছিলো। এটা অবাক করার বিষয় ১৮১ জন্য ব্যবহারকারী এই প্রতিযোগিতায় ভোট দিয়েছিলেন। যাইহোক, সকল বিষয়ীদের অভিনন্দন জানাই। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের লোকাল বোর্ড থেকে অনেকেই অংশগ্রহণ করেছিলো, কিন্তু কেউ-ই বিজয়ী হতে পারে নাই। যারা বিজয়ী হয়েছেন তাদের আর্ট গুলো খুবই সুন্দর হয়েছে।

এই প্রতিযোগিতায় ১ম বিজয়ী হয়েছেন @naira তিনি ৫১ টি ভোট পেয়েছেন- তার পুরুস্কার ১০০০ ডলার!

যাইহোক, আমি ৫ টি ভোট দিয়েছিলাম যার মধ্যে ৩ টি বিজয়ী হয়েছে। সকল বিজয়ীদের অভিনন্দন জানাই।