ফোরামে কিভাবে সঠিকভাবে ইমেজ ব্যবহার করবেন তার সঠিক দিকনির্দেশনা এখানে উল্লেখ করা হয়েছে। মূলত এটির উদ্দেশ্যই হলো ইমেজ এডিট করে ফাইল ছোট করা। সাধারণত ফোরামের টকইমেজ (Talking.com) সাইট থেকে ইমেজ লিংক বের করতে হলে সেই ইমেজ এর সাইজ হতে হয় ১ এমবি থেকে ২.৫ এমবি। ইমেজের ফাইল এর থেকে বেশি হলে সেটা ডাউনলোড বা সেই ইমেজের লিংক বের হয় না।
কিন্তু এখানে একটি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে যেটির মাধ্যমে আপনি বিনামূল্যে বা কোন অ্যাপ বা প্রোগ্রামিং ইনস্টল করা ছাড়াই আপনার ছবি এডিট করতে পারবেন। সেই ওয়েবসাইটটি হলো:
edit.photo