দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে BTC তার নির্ধারিত গন্তব্যে। এতোদিন ধরে যারা অল্প অল্প করে ডিসিএ করে হোল্ড করে আসছিলেন, সবাইকে শুভকামনা। নেক্সট টার্গেট 150K.....
পরবর্তী টার্গেট যদি ১৫০ কে হয়, তাহলে ১০০ কে নির্ধারিত গন্তব্য কেমনে হইলো মিয়া? বিটকয়েনের আসলে কোনো নির্ধারিত গন্তব্য নাই। ১০০ কে শুধুমাত্র একটা চেকপয়েন্ট। বিটকয়েন এর পর এক এসব চেকপয়েন্টগুলোতে টিক চিহ্ন বসিয়ে সামনে এগিয়ে যাবে। সময়ের ব্যাবধানে হয়তো কারেকশন আসব, বিটকয়েন আবারে ৪০-৫০ হাজারে আসতে পারে। তখন আবার অনেক বিটকয়েন হেট্যার রা বলতে শুরু করবে যে বিটকয়েন শুন্য হয়ে যাবে। বিটকয়েন সবাইকে ফকির বানিয়ে দিবে, হ্যান ত্যান।
সবাইকে অভিনন্দন যারা বিটকয়েন হোল্ড করে আসছিলেন। আমরা বুল রানের ভেতরে ঢুকে গেছি অলরেডি। অল্টকয়েন সিজন প্রায় শুরু হয়ে গেছে। কয়েনমার্কেটক্যাপ ইন্ডেক্স অনুযায়ী অল্ট সিজন ৮০% এর মতো শুরু হয়ে গেছে। যখন পুরোপুরি ১০০ ভাগ শুরু হবে, অনেক অল্টকয়েন ১০ গুনের বেশি প্রফিট দিবে বলে আশা করি। আমার ২ টা অল্টকয়েন ছাড়া বাকি সব গুলো রিকভার হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা প্রফিট নেয়ার।