Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Student of Bitcoin
on 05/12/2024, 12:16:16 UTC
⭐ Merited by Xal0lex (3)
The remaining member rank is achieved



আমার সকল লোকাল বোর্ডের ভাই/বন্ধুদের জানাই BTC $100k এর শুভেচ্ছা। আজকের এই দিনটি যেমন সকল ক্রিপ্টো কমিউনিটির জন্য বিশেষ দিন ঠিক তেমনি আজকের এই দিনটি আমার জন্য বিশেষ দিন বিশেষ করে আমি আজকে Member Rank অর্জন করেছি। আপনাদের তুলনায় হয়তো এই র‍্যাঙ্ক খুবই ছোট তারপরও আমি অনুপ্রাণিত এবং উৎসাহিত আজকে।

আমার এই র‍্যাঙ্ক অর্জনের জন্য যারা আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই লোকাল বোর্ডের সম্মানিত মডারেটর তাকে বিশেষভাবে ধন্যবাদ।
যারা আমাকে সাহায্য করেছেন তারা হলেন,

1.