বাইদাওয়ে, কার কার কি প্লান আছে? আরো হোল্ড করবেন? নাকি এখনি সেল দিয়ে দিবেন? আমার গুলোর আমি কিছু অংশ বের করবো ভাবতেছি। ধার দেনা, debt, কোলাটরাল যা ছিলো তা সব পরিশোধ করে দিবো!
এখনি সেল করে দেয়ার কোনো কারণ ই দেখছি না আমি। আমার মতে আমরা মাত্র অল্টসিজন শুরুর দিকে আছি। অল্ট সিজন পুরোপুরি শুরু হলে বেশিরভাগ কয়েন গুলো কয়েক গুন করে প্রফিট দিবে। আমি অন্তত ৩ গুন প্রফিট আশা করছি এই বুল রান থেকে। ধরেন আমার ইনভেস্টমেন্ট ১ হাজার ডলারের মতো। আমি সেটাকে ৩ হাজার ডলার বানানোর চেষ্টা করবো। তবে মার্কেট কখন কেমন চেঞ্জ হবে সেটা আমার ধারণা নেই। তবে আমি মনে করি মিড জানুয়ারিতে আমরা মোটামোটি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো। মানে আমার হাতে এখনো ১ মাসের বেশি সময় আছে। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে মার্কেট অন্য দিকে মুভ করতে পারে। তবে আপাতত মার্কেট মুভমেন্ট নিয়ে আমি খুশি আছি। সামনে কি হবে সেটাতে সবাই নজর রাখতে পারেন। আর হ্যা, এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।