https://talkimg.com/images/2024/12/05/pFlfN.jpegপরিশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে বিটকয়েনের দাম ১০০k$ এর মাইল ফলক স্পর্শ করে ফেললো। নতুন কিছু সৃষ্টি হয়ে গেলো বিটকয়েন এর জন্য। আমরা এতদিন অপেক্ষা করতেছিলাম এরকম একটা মুহূর্তের জন্য যেটা আমাদের পূরণ হয়ে গেল। বিটকয়েনের দাম অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা নিঃসন্দেহে করতেই পারে আমাদের যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার শেষ হয়ে নতুন মাইলফলকে পৌঁছে গেছি এখান থেকে আমরা অদূর ভবিষ্যতে আরো নতুন লাইন ফলক স্পর্শ করে ফেলব। বিটকয়েনের দাম ১০০ পেতে পৌঁছানোর জন্য আপনার অনুভূতি কি?
বিটকয়েনের দাম ১০০k$ অতিক্রম করেছে এটা দেখে আমি অনেক বেশি আনন্দিত আমি যখন বিটক বিনিয়োগ করেছিলাম হঠাৎ বিটকয়েনের দাম ডাম্পিং হতে শুরু করেছিল যার কারণে আমি অনেক বেশি লোকসানের মধ্যে পড়ে গিয়েছিলাম। এগুলো দেখে আমার মাথা ঠিক ছিল না যার কারণে আমি কয়েক মাসের জন্য সবকিছু থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি বিনিয়োগ করা বিটকয়েন গুলো কোনভাবেই বিক্রি করে ছিলাম না দীর্ঘদিন ধৈর্য ধরে থাকার ফলে আজকে আমার কয়েকগুণ লাভ হয়েছে বিটকয়েন এ বিনিয়োগ করে।আমি এখন বিটকয়েন গুলো কিছু অংশ বিক্রি করে দিতে যাচ্ছে আর কিছু অংশ আরো দাম বৃদ্ধি পেলে বিক্রি করব।আশা করা যাচ্ছে বিটকয়েনের দাম খুব শীঘ্রই ১২০k$ অতিক্রম করবে এর জন্য আমাদেরকে সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই ভালো কিছু পাব বিটকয়েন থেকে।