Post
Topic
Board Other languages/locations
Re: BTC 100K ATH
by
Wonder Work
on 09/12/2024, 16:43:39 UTC
যদি নিজের লেখার উপর ভরসা না পান তাহলে বড় বড় রেপুটেবল ইউজারদের থ্রেডে যাবেন না বা আজাইরা জেনেরিক পোস্ট করবেন না। যেমনটা আপনি নটিলডার থ্রেডে করছেন! একই কথা ঘুরায় ফিরায়ে লিখছেন, নতুন কিছুই এড করেন নি। কার সাথে কিভাবে চলতে হয় তা মাথায় রাখবেন, যেমন Learn Bitcoin, Crypto Library বা আমাদের লোকাল কারোর থ্রেডে এমন কমেন্ট করলে আমরা হয়তো কিছু মনে নাও করতাম, বাট তাদের বিষয় আলাদা, তারা সিরিয়াস লোক। আমি নিজেও অনেক জেনেরিক কথাবার্তা, মেসেজ করা, হাসি তামাশা ইত্যাদি করি, তাও আবার টপ টপ মেম্বারদের সাথে। কিন্তু সেটা করার জন্য একটা ভালো সম্পর্ক থাকা লাগে আগে, যা আমার আছে তাদের সাথে। বাট আপনার মনে হয়না সেটা আদেও আছে। 

চেষ্টা করবেন ফোরামের ড্রামায় নিজেকে না জড়াতে, যেমন রেপুটেশন থ্রেডে গিয়ে অনেকে করে, আপনিও করছেন। মনে রাখবেন, একজনের পেছনে লাগলে সেটা যে আপনার উপর ব্যাকফায়ার করবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অন্যের দোষ ধরতে গিয়ে উল্টো নিজেই মারা খাবেন। মিলে মিশে থাকুন, শান্তিতে থাকুন, মারামারি, ঝগড়া ফাসাদ, স্ক্যাম আ্যকুজেশন বড়দের উপর ছেড়ে দিন। আমি নরমালি রেপুটেশন বোর্ডে কমেন্ট করিনা। তবে এর মানে এই না যে আমি ঐ বোর্ডে ঢুকিই না, ঐ খানেই সবথেকে বেশি রসালো জিনিস পাওয়া যায়। থ্রেড গুলো পড়তে ভালোই লাগে, পড়িও বাট ইচ্ছে করেই তেমন কমেন্ট করি না।

শেষে বলবো, সিগ্নেচার করতেছেন ভালো কথা, করতে থাকেন বাট কোঠা পূরণ করার জন্য পোস্ট বাস্টিং বা জেনেরিক কমেন্ট, যা Shishir99 ভাই বল্লো ঐগুলো কইরেন না। আপনারা কি করেন জানিনা, বাট আমি নরমালি অনেকক্ষণ ধরে পোস্ট পড়ি তারপর কমেন্ট করি। লেখা ঠিক আছে কিনা, গ্রামার চেক মারি, বারবার পড়ি ইত্যাদি। এমনকি এই পোস্টটিও আমি অনেকক্ষন ধরে লিখতেছি, মিনিমাম ১৫-২০ মিনিট তো হয়ে গেছে। তো তাড়াঘুড়া না করে, কোয়ালিটি ভালো করার ট্রাই করেন।

"বেস্ট অফ লাক।"
জি ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য। রেপুটেশন বোর্ডে আমার পোস্টগুলো মোটামুটি ভালই হচ্ছে কিন্তু দুইটা পোস্ট আমার একটু নরমাল কোয়ালিটি হয়ে যাওয়ার কারণে হয়তো এরকম হয়েছে যেটা আমি বুঝতে পেরেছি। যাই হোক ভাই রিপুটেশন বোর্ডের সকল পোস্টগুলো আমার কাছেও খুবই ভালো লাগে যেখান থেকে অনেক কিছু জানা যায়। আমিও ভাই অনেক সময় নিয়ে নিয়ে পোস্ট করি। ‌ আমাদেরকে একটা পোস্ট করতে মিনিমাম আধা ঘন্টার মত সময় লেগে যায় ভাই। কিছু কিছু পোস্ট আছে ভাই আমার অনেক সময় লাগে ঘন্টাও চলে যায়। ‌ কারন আমাকে অনেক কিছু মেইনটেইন করে বুঝেশুনে পোস্ট করতে হয়।

তারপরে আবার নতুন এটা তো মাথায় রাখতেই হয় আবার প্রত্যেক সপ্তাহে সিগনেচার ক্যাম্পেইন এর জন্য মিনিমাম একটি করে মেরিট অর্জন করতেই হয় সেজন্য ভাই আমার প্রচুর সময় দিতে হয়। যাইহোক আমি সুন্দরভাবেই আমার এই কঠিন জার্নিটা করে যেতে পারতেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। তবে ভাই এই দুইটা পোস্ট একটু নিম্নমানের হয়েছে। এটা আমি অবশ্যই মাথায় রাখবো পরবর্তী সময় যেন এরকম না হয়।

যাইহোক ভাই আমার দুইটা পোস্ট ব্যতীত আর সকল দিকগুলো একটু দেখবেন ঠিকঠাক মতো হচ্ছে কিনা। অগ্রযাত্রা টা কিরকম হচ্ছে এ বিষয়গুলো ভাই দেখবেন এবং ভুলগুলো শুধরে দিবে। আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যেতে চাই সেজন্যই আমি আপনাদের কাছে জানতে চেয়েছি আমার কোন ভুল হচ্ছে কিনা। তবে যতটুকু আইডিয়া দিলেন আলহামদুলিল্লাহ সুন্দর বলেছেন আমার জন্য অনেক ভালো আইডিয়াটা। পরবর্তী সময়ে আমি আরো বেশি একটিভ হয়ে যাব এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক রাখার চেষ্টা করব।