যদি আপনি প্লেজিয়ারিজমের জন্য নিষিদ্ধ হতে না চান, তবে আপনি যে উৎস থেকে টেক্সটটি নিচ্ছেন তার লিঙ্ক উল্লেখ করতে শিখুন।
If you do not want to get banned for plagiarism, then learn to indicate a link to the source from where you take the text.
যারা এখানে নতুন আসে, খুব সম্ভবত তারা তাদের পোষ্ট এ দেয়া রিপ্লাই গুলো চেক করে না। তারা ২-১ টা পোষ্ট করে করে গায়েব হয়ে যায় এবং অনেকদিন পর আবার ফোরামে ফেরত আসে এবং পূর্বে কি করেছিলো, তা ভুলে যায়। আমি এটা ভেবে দুঃখিত যে এই ধরনের নতুন মেম্বার রা এধরনের সর্তকতা পাওয়ার পরেও আবারো একই ধরনের ভূল করে থাকে। আমার মনে হয় টেম্পোরারি ব্যান একটা সহজ সমাধান হতে পারে। এতে করে তারা বুঝতে পারবে যে তাদের ভুল কি ছিলো, এবং পরবর্তী সময়ে তা সংশোধন করার চেষ্টা করবে। আমি যদি নটিফিকেশন বট ব্যাবহার না করতাম, খুব সম্ভবত আমিও ফোরামের বেশিরভাগ রিপ্লাই গুলো মিস করতাম এবং জানতেই পারতাম না আমাকে কেউ কিছু বলেছে।