Post
Topic
Board Other languages/locations
Merits 10 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 16/12/2024, 01:10:45 UTC
⭐ Merited by Xal0lex (10)
Happy Victory Day.



আসসালামু আলাইকুম!

আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। বইয়ে পড়েছিলাম ৩০ লক্ষ্য শহিদের প্রানের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের পূর্বের নাম আমারা সবাই জানি, পুর্ব পাকিস্তান ছিলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। যদি মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন না দিতো তাহলে এই বিটকয়েনটক ফোরামে বাংলাদেশ নামক লোকাল থ্রেড দেখতে থাকতো না। যাইহোক, শহিদের অবধান কখনো ভুলে যাওয়ার মতো নয়, যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।