Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 17/12/2024, 04:35:48 UTC
ভালো একটা কথা মনে করায় দিলেন, বিকাশে অ্যাড মানিতে সপ্তাহে কয়দিন পঁচিশ হাজার করে ক্যাশ আউট করা যেতে পারে। যেমন ন্যাশনাল ব্যাংকে তারা শুধুমাত্র সপ্তাহের দুই দিন ১০ হাজার করে উইথড্র করার সুযোগ দিচ্ছে। দেখে আমারটায় বিকাশে এডমানি করা যায় কিনা।

ন্যাশনাল ব্যাক থেকে কার্ড এর ক্ষেত্রে কি লিমিট দিয়েছে তারা সেটা আমার জানা নাই। তবে আমি ধারনা করি তারা সেটাও বন্ধ করে রেখেছে। আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে না পারেন, বা এনপিএসবি করতে না পারেন, আমার ডাউট হয় যে তারা বিকাশের এড মানি চালু রাখবে। যদি রেখে থাকে, তাহলে আপনি প্রতিদিন ২৫ হাজার টাকা করে এডমানি করতে পারবেন। আমি মূলত মাষ্টার কার্ড থাকার কারনে চাচাতো ভাইয়ের টাকা তুলে দিতে পেরেছিলাম। বিকাশে ২৫ হাজার করে করে ৩ দিনে ৭০ হাজার টাকা তুলে দিয়েছি।

কষ্টের ব্যাপার হলো সেই ভাই আজকে ৪ মাস হলো বেতন পায় না। ‍উজবেকিস্তানের একটা ইন্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করছে ১০ মাস হলো, এর মধ্যে সর্বশেষ ৪ মাসের বেতন আটকা। আর সেখানের সিষ্টেম হলো ব্যাংক একাউন্ট এ সরাসরি বেতন দিবে। চুক্তিভিত্তিক হওয়ায় না পারছে কোম্পানি ছাড়তে, না পারছে ব্যাংক একাউন্ট বদল করতে, আর না পারছে চলে আসতে।