Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 19/12/2024, 04:52:11 UTC
কি বলেন ভাই আপনি তো আরো বড় ধরনের ভয় ঢুকায় দিলেন ভিতরে।
নিউজটির যদি সোর্স খুঁজে পান তাহলে আশা করি আমাকে সেন্ড করবেন অথবা এখানেই মেনশন করে দিয়েন।
বিষয়টা একটু ঘেঁটে দেখতে হবে কারণ এতগুলো টাকার থেকে যদি মাত্র এক লাখ টাকা পাই তাহলে পুরাই মারা খেয়ে যাব।

ভাই এখানে আসলে সোর্স নিউজ শেয়ার করার কিছু দেখছি না। কোনো পত্রিকা বা অনলাইন পোর্টাল নিউজ লিখেছে কি না জানি না। তবে এটা অনেকেরই জানা যে বাংলাদেশের আইন অনুযায়ী, যদি কোনো ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষনা করে, তবে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংক এর গ্রাহকদের সর্বোচ্চ এক লক্ষ টাকা প্রদান করবে। আপনার যদি ১০ কোটি টাকা থাকে, তাহলেও ১ লক্ষ টাকা পাবেন, যদি ২ লক্ষ টাকা থাকে, তবুও এক লক্ষ টাকা পাবেন। এই টাকা মূলত বাংলাদেশ ব্যাংক এ রাখা সিকিউরিটি ডিপোজিট থেকে দেয়া হবে। কিন্তু আমার যতটুকু ধারনা, এই প্রসেস ও একটা লম্বা সময়ের। ব্যাংক দেউলিয়া ঘোষনা করার কয়েক বছর পরেও টাকা পাবেন কি না সেটা নিয়েও সন্দেহ আছে। ব্যাংক এর ওপর কোনো দিনই আমার আস্থা ছিলো না, আর আস্থা রাখতেও যাবো না। ৫০ হাজার বা ১ লাখ টাকা রাখাই বেশি মনে হয় আমার কাছে। তবে দরকারি সময়ে এই পরিমান টাকা লাগে, যেটা ব্যাংক এ রাখা যেতে পারে।