এ বছর সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তরকোরিয়ার হ্যাকাররা। এই বছর, অর্থাৎ ২০২৪ সালে সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি দুনিয়া থেকে মোট ২২০ কোটি মার্কিন ডলার চুরি হয়েছে, এবং এর এই চুরির পেছনে সবচেয়ে বেশি জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা। এবং এর বিষয়টি একটি গবেষণা সংস্থা চেইন্যালাইসিস দাবি করেছে। যেখানে উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায় ১৩০ কোটি ডিজিটাল মুদ্রা চুরি করেছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি।
এই বছরে সব থেকে বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে শুধুমাত্র প্রাইভেট কি চুরি হওয়ার কারণে।
এই বছর আলোচিত চুরির মধ্যে জাপানি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে চুরি, ডিএমএম বিটকয়েন থেকে ৩০ কোটি মিলিয়ন সমতুল্য বিটকয়েন চুরি ও ভারতের ওয়াজিরএক্স থেকে প্রায় ২৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার চুরি। মার্কিন সরকারের ভাষ্যে, উত্তর কোরিয়ার সরকার নিজেই ক্রিপ্টোকারেন্সি চুরি ও অন্যান্য ধরনের সাইবার অপরাধে জড়িত। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে চুরির মাধ্যমে অর্থ সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে সেন্ট লুইসের একটি ফেডারেল আদালত ১৪ উত্তর কোরীয় নাগরিককে অভিযুক্ত করেছে। অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন বিভিন্ন কোম্পানির কাছ থেকে তহবিল চুরি করে পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগাড় করছে বলা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন অভিযুক্ত কারও তথ্য দিলে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
এই খবরটির মূল সোর্স:
https://www.prothomalo.com/technology/cyberworld/rlbjnt380v