Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Student of Bitcoin
on 22/12/2024, 14:45:00 UTC
UAE $40 বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন হোল্ডিং করেছে

ধীরে ধীরে বিশ্বের প্রত্যেকটি দেশ বিটকয়েন গ্রহণ শুরু করেছে এবং বিটকয়েনের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেয়েই চলেছে। বর্তমান সময়ে যে রকম ব্যক্তি, কোম্পানি এবং দেশ ভিত্তিকভাবে বিটকয়েনের জনপ্রিয়তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ঠিক তেমনি তারা বিটকয়েন গ্রহণ করছে। মূলত ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে যে মার্কেট উর্ধ্বমুখী হয়েছিল তারপর থেকে শুধু ইতিবাচক খবর আসছে। এল সালভাদর বর্তমানে নতুনভাবে বিটকয়েন ক্রয় করা শুরু করে দিয়েছে তারা দুই দিন ধরে ১১ টি করে বিটকয়েন ক্রয় করছে।

তেমনি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাত তারাও বিটকয়েন ক্রয় করেছে এবং তাদের বিটকয়েন এর পরিমাণ হল ৪০ বিলিয়ন ডলার।

CZ BNB: https://x.com/cz_binance/status/1870792041288118677?t=DOybJ1ZD3HX2skfX3my5RQ&s=19