শুভ সকাল, ঘুম থেকে উঠে আমারে একটু সাজেশন দেন।

তো মূল কথা হলো আমি অনেকদিন ধরে একটি ল্যাপটপ/পিসি কেনার জন্য টাকা জমাচ্ছি। ব্যাজেট +-১ লক্ষ টাকা। এখন কাস্টম পিসি বানাবো (GPU ছাড়া, কারন ১ এ GPU সম্ভব না), নাকি গেমিং ল্যাপটপ কিনবো (ডেডিকেটেড GPU সহ) বুঝতেছিনা। ছোট থেকে বড় সব ধরনেরই কাজ করবো। তাই যাই কিনি হাই কনফিগে ভালোটা নিতে চাই।
আমার মাথায় ১ টা মডেল যদিও আছে,
১. HP Victus 15-FB2082WM | 15.6″ FHD 144Hz ( Ryzen 5-8645HS, 8GB (up to 32), 512GB SSD, RTX4050 6GB, ~ ৯৩ হাজার ~
https://computermania.com.bd/product/hp-victus-15-ryzen-5-8645hs-gaming-laptop/Computer Mania তে এমন সিমিলার কনফিগের ল্যাপটপ ১-১.২ লাখে সেল হচ্ছে।
Mac নিয়ে আমার আইডিয়া নাই। আর পিসি বিল্ড করলে এই ব্যাজেটে জিপিইউ পাবো না। হেভি পারফরমেন্স লাগবে আবার পোর্টেবল হলেও ভালো লাগতো। যদিও কাস্টম পিসিকে কেউ টেক্কা দিতে পারবে না অবিয়েসলি। এখন আমার কি করা উচিত আপনাদের মতে। আরো টাকা জমায়ে বা এখন বিল্ড করে ৬ মাস পর জিপিইউ লাগানো উচিত নাকি Victus. নিয়ে নেয়া উচিত?
অনেকের কাছে এই মডেল নিয়ে ভালো কথা শুনছি। একদম পারফেক্ট কম্বো নাকি। জাস্ট একটাই সমস্যা বিল্ড কোয়ালিটি নাকি প্লাস্টিকি ফিল হয়ে, আর ডিসপ্লে নাকির wobble করে (ওয়াবেল মানে হচ্ছে কাপা, যখন টাইপ করবেন বা কিছু তখন ডিসপ্লে দেখবেন সামনে পেছনে আসবে যাবে)। তবে এটা আহামরি কিছু না।