Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
inearth
on 23/12/2024, 06:29:44 UTC
দ্য ইকোনমিস্টের তালিকা ২০২৪সালের বর্ষসেরা দেশ "বাংলাদেশ"



এই বছরে দ্য ইকোনমিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে। সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কি না, সেই হিসাবে নয়; যেখানে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে ১৫ বছর ধরে থাকা স্বৈরশাসক এর পতন এর কারণে এটিকে বিশ্বে অন্যন্য ঘটনা বলে মনে করছেন।

শেষ পর্যন্ত দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে 'উত্তপ্ত বিতর্কে' বেছে নেওয়া হয় সেরাদের, যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ সিরিয়া.

এবারের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ .

প্রথম - বাংলাদেশ
দ্বিতীয় - সিরিয়া
তৃতীয় - আর্জেন্টিনা
চতুর্থ - দক্ষিণ আফ্রিকা
পঞ্চম - পোল্যান্ড

এই খবরটির মূল সোর্স: https://bangla.thedailystar.net/news/bangladesh/news-637736