Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 30/12/2024, 14:58:07 UTC
ভাই কার কি অবস্থা? ইনভেস্টমেন্ট কতদূর কি? আপ নাকি ডাউন?

বিটিসি প্রাইজ দি অল্প অল্প করে উপরে উঠে আবার হরহর করে নিচে নামে। ৯০কে থেকে ৯৯কে রেন্জের মধ্যে স্টাগনেশন অবস্তায় আপ ডাউন মারতেছে। আমি ভাবছিলাম যে ১০০কে তে না গেলেও ওর অশেপাশে কোথাও থাকবে, যেহেতু বছর শেষ, সাইকোলজিক্যাল মোমেন্ট এটা। বাট এখন দেখি অন্য চিত্র। Powell হালারপোহালা আকাম টা করলো। যাইহোক যদিও এমন কারেকশন দরকার ছিলো আমার মতে। আমি ডোনাল্ট ট্রাম্পের ২০ তারিখের শপথের দিনের অপেক্ষায় আছি, কিছু একটা পজিটিভ আশা করা যায়। দেখা যাক কি হয়।

আপনারা এখনো বিটিসি হোল্ড করেতেছেন নাকি কারেকশনের সময় ভয়ে সেল মারছেন? আমি বেশ কিছু বিটিসি হোল্ড করে রেখে দিসি, যা দিন দিন কমতেই আছে। দোয়া করেন ২০২৫ এ যেনো ভালোভাবে অল্ট সিজন শুরু হতে পারে। অলরেডি হিউজ পাম্প দেখতেছি। আমার হোল্ডে বেশ কিছু অল্ট আছে যেগুলোতে অলরেডি ২০০-৩০০% পাম্প হইছে।