Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 30/12/2024, 16:19:27 UTC
⭐ Merited by Crypto Library (1) ,Shishir99 (1) ,Bd officer (1)

আমি অনেকদিন যাবত ব্যাংকিং সেক্টর সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি কিন্তু সেরকম সময় হয়ে উঠতেছে না। যাইহোক আমি যতটুকু জানি এই বিষয়গুলো আমি এখানে পোস্ট করতেছি কারন আমি জানি এখনো ব্যাংকিং সেক্টর নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন জাগে।

ব্যাংকে ঋণ খেলাপি কেমনে হয়?
ব্যাংক মূলত কয়েকভাবে লোন দিয়ে থাকে তবে সবচাইতে বেশি যে লোন চলে আর যে লোনগুলোর মাধ্যমে ঋণ খেলাপি বেশি হয় তা হলো CC লোন । এটা মূলত পায় যারা ব্যবসা করে করে তারা তবে এর লোন পরিশোধ সময় থাকে কম। এখানে জামানত রাখা লাগে বিজনেস এর কাচামাল বা স্থাবর অস্থাবর সম্পত্তি ইত্যাদি। আপনি যত সম্পদ জামানত রাখবেন তার প্রায় ৮৫-৯০% লোন পাবেন।  এখন ধরেন আপনি ব্যাংকের ম্যানেজার আমার সাথে আপনার অনেক ভালো সম্পর্ক এবং একই সাথে আপনি লোভি। আমি আপনাকে অফার করলাম যে আপনি আমাকে লন পাশ করে দেন আমি আপনাকে ২০% কমিশন দিব। আপনি আমার কোন ১ কোটি টাকার সম্পদ ১০০ কোটি টাকা ভ্যালু দেখিয়ে হেট অফিস থেকে আমাকে ১০০ কোটি টাকা লোন পাশ করে দিলেন এখন আমি কি করব আমি তো সেই লোন দেওয়ার নাম নিবো না ব্যাংক আমার জামানত খাইক গা ১ কোটি টাকা আমি পাইলাম ১০০ কোটি আপনাকে ২০% দিলেও আমার আরো ৮০ কোটি থেকে গেলো। এইভাবেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে যার কারনে আমরা আমাদের জমানো টাকা এখন ব্যাংক থেকে তুলতে পারতেছি না।

আপনি কোনো জব করেন না ব্যাবসা করেন না আপনি লোন পাবেন ব্যাংক থেকে ?
হ্যা পাবেন তার জন্য আপনাকে ব্যাংকে জামানত রাখতে হবে। যেমন ধরেন আপনার কাছে ৫ লাখ টাকা আছে যা আপনি খরচ করতে চাচ্ছেন না তবে আপনার ২ লাখ টাকা অনেক দরকার আর এই টাকা আপনি কয়েক মাস পরেই ম্যানেজ করতে পারবেন আপনে এ ক্ষেত্রে ব্যাংকে আপনার টাকা FDR করে সেটা জামানত রেখে তার এগেইন্সটে লোন নিতে পারবেন আপনাকে যদি সেই FDR এর জন্য ১০% ইন্টারেস্ট দেয় ব্যাংক তাহলে তারা আপনার লোন এমাউন্টের উপর ১২.৫% ইন্টারেস্ট নেবে মানে গড়ে ২.৫% লাভ দিতে হবে তাদের। আর আপনি আপনার FDR এমাউন্টের ৯০% টাকা লোন নিতে পারবেন। এটার মেয়াদ থাকবে ১ বছর আপনি মূল টাকা ফেরত দিতে না পারলেও সমস্যা নেই তবে ৩ মাস পর পর আপনাকে আপনার লোনের যে সুদ তা পে করতে হবে ব্যাংকে। ১ বছরে শোধ না করতে পারলে বছর শেষে রিনিউ করে নিতে পাড়বেন।

আপনি কোনো জব করেন না ব্যাবসা করেন না আপনি Cradit Card নিতে পাড়বেন ?
Cradit Card হচ্ছে এক প্রকার লোন সুবিধা আপনি এ ক্ষেত্রেও FDR জামানত রেখে Cradit Card নিতে পাড়বেন তবে এর জন্য আপনার Taxpayer's Identification Number (TIN) সার্টিসিকেট থাকতে হবে ও আপডেট রিটার্ন  দেওয়া থাকতে হবে।

Cradit Card এর সুবিধা ও অসুবিধা 
Cradit Card এর সুবিধা অনেক যদি আপনি এটা প্রপারভাবে ব্যবহার করতে পারেন। আপনি আপনার কার্ডের লিমিট অনুযায়ী শপিং করে অনলাইন পেমেন্ট করে খরচ করতে পাড়বেন আর এই টাকা মাসের ২৮ তারিখে বিল হবে এবং পরবর্তি মাসের ১২ তারিখের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। যদি সময়ের মধ্যে পরিশোধ করতে পারেন তাহলে কোনো প্রকার সুদ দিতে হবে না আপনাকে তবে যদি সময় মত পরিশোধ করতে না পারেন তাহলে উচ্চ % সুধ দিতে হবে আমি নিজে ব্যবহার করে যতটুকু এক্সপেরিয়েন্স পেয়েছি তা শেয়ার করলাম। Cradit Card এর কোনো অতিরিক্ত চার্জ নাই শুধু বাৎসরিক কার্ড ফি ছাড়া আমার কার্ডের ফি বছরে ১৫০০ টাকা। Cradit Card ব্যবহারে একটা অসুবিধা হলো ক্যাশ টাকার থেকে খরচ বেশি হয় কারন সাথে সাথে টাকা দিতে হয় না তাই টাকা খরচ করতে মায়া লাগে কম।

Debit Card এর সুবিধা ও অসুবিধা 
এটা ব্যবহারে পুরাটাই সুবিধা বর্তমান সময়ে ব্যাংক কার্ড অনেক গুরুত্বপূর্ন যখন তখন হ্যাছেল ছাড়া ATM থেকে টাকা তোলা সহ অনলাইনে পেমেট করা এমন অনেক সুবিধা।

Nexus pay, AMEX, VISA, MasterCard কোন কার্ড ভালো
নিঃসন্দেহে VISA অথভা  MasterCard নিবেন এগুলো দিয়া আপনি দেশ বিদেশ সকল ATM থেকে টাকা তুলতে পাড়বেন যা অন্যান্য কার্ডে খুব বেশি পাড়বেন না।

কোন ব্যাংকের কার্ড দিয়ে ডলারে পেমেন্ট করা যায় মানে Duel Currency কার্ড দিয়ে থাকে 
সব ব্যাংকের কার্ড দিয়েই ডলারে পেমেন্ট করা যায় যদি সেটা হয় VISA, AMEX, MasterCard এবং এর জন্য অবশই আপনার পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্ট দিয়ে কার্ডের ডলার Endorsement করে ফরেন গেটওয়ে অন করে নিতে হবে।

ডলার Endorsement কি  এর জন্য কত টাকা খরচ হয়
ডলার Endorsement হলা আপনার ডলার খরচ করার অনুমোদন আপনি যদি ৫০০০ ডলার Endorsement করেন সে ক্ষেত্রে আপনি আপনার কার্ড দিয়ে ৫০০০ ডলার খরচ করতে পাড়বেন সেটা হোন অনলাইনে পেমেন্ট বা বিদেশে গিয়ে ATM থেকে টাকা তোলা। আপনার সেই ৫০০০ ডলার লিমিট শেষ হলে আপনি রিজন দেখিয়ে আরো লিমিট নিতে পাড়বেন। এর জন্য আপনার একাউন্টে টাকা থাকতে হবে না যখন পেমেন্ট করবেন তখন একাউন্টে বাংলা টাকা থাকলে সেই দিনের ডলার রেট অনুযায়ী কার্ড থেকে টাকা কাটবে।

ব্যাংকে আমাদের টাকা কতটা নিরাপদ ?
যেভাবে দেশ থেকে টাকা পাচার হয় এবং ঋণ খেলাপি হয় তাতে আমাদের টাকা কোনোভাবেই ব্যাংকে নিরাপদ না। আর বর্তমান অবস্থা তো সবাই জানেন কি হচ্ছে ব্যাংকে।

ব্যাংক থেকে টাকা তোলার লিমিট কেনো কমানো হয়েছে
ব্যাংকের যে অবস্থা তাতে আজকে যদি আগে মত লিমিট করে দেওয়া হয় তাহলে ৭ দিনের মধ্যে অনেকগুলো ব্যাংক দেওলিয়া হয়ে যাবে তাই ব্যাংকগুলো বাচিয়ে রাখার জন্য এমন সিদ্ধান্ত নিছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে পর্যাপ্ত পরিমান ক্যাশ টাকা নেই আর মানুষ যেমন প্যানিক হয়ে গেছে তাতে সবাই তাদের টাকা তোলা শুরু করবে এতে ব্যাংক পুরো দেউলিয়া হয়ে যাবে যেগুলো দূর্বল আছে ।

নোট ; পোস্ট বিশাল বড় হয়ে গেছে আর কিছু লেখলাম না যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই বলো।