Post
Topic
Board Other languages/locations
Merits 5 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Student of Bitcoin
on 31/12/2024, 13:04:38 UTC
⭐ Merited by Xal0lex (5)
Happy New Year



আমরা দেখতে দেখতে আরো একটি বছর অতিবাহিত করছি অর্থাৎ আমরা আরও একটি বছরের খুব কাছাকাছি চলে এসেছি। এই বছর আমাদের বিটকয়েন ফোরামের সকল সদস্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কেননা এবছর বিটকয়েনের দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেইসাথে এই বছর বিটকয়েন চতুর্থ বারের মত বিটকয়েন হালবিং হয়েছিল। শুধু তাই নয় এই বছর অনেক দেশ অনেক ব্যক্তি এবং অনেক প্রতিষ্ঠান বিটকয়েন গ্রহণ করেছে। এটা বিটকয়েনের জন্য একটি ইতিবাচক দিক ছিল। আমরা আশা করব যে ২০২৪ সাল থেকে যখন বিটকয়েনের জন্য ইতিবাচক ছিল হয়তো 2025 সালের বিটকয়েনের জন্য ইতিবাচক হবে।

By the way, ২০২৫ সালে আমাদের এই ফোরামের সকল সদস্যসহ আপনার এবং আপনার পরিবারের সকল সদস্য সুস্থ থাকুক এবং সুন্দর থাকুক এই কামনা করি।