Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Dip69
on 31/12/2024, 17:55:25 UTC
Happy New Year


আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল। আর অল্প সময়ের মধ্যেই আমরা ২০২৫ সালে পদার্পন করতে যাচ্ছি। আমরা ২০২৪ সালে অনেক বিষয়ের সাথে নিজেকে সাক্ষী করার সুযোগ পেয়েছি। তার মধ্যে বিটকয়েন হালভিং এর কথা না বললেই নয় । আমি শুধু শুনেছি বিটকয়েন হালভিং এর কথা তবে এই বছর নিজের চোখে হালভিং দেখার সুযোগ পেয়েছিলাম। আমি বিটকয়েন ফোরামের সদস্য হওয়ার পর থাকে অন্য এক জগৎ সম্পর্কে জানতে পেরেছি। আমি বুঝতে পেরেছি পৃথিবীর অর্থনীতি কতটা বিটকয়েনের উপর নির্ভরশীল। আমি এমন অনেক জ্ঞানের সন্ধান পেয়েছি যা আমাকে আমার আশেপাশের পরিবেশ ও মানুষের থাকে শিখতে হলে হয়তো আমার জীবনের আরো কিছুটা মূল্যবান সময় দিতে হতো। বিটকয়েন ফোরাম আমাকে শুরু থাকেই প্রতিটা মুহূর্ত জ্ঞানঅর্জন করায় সাহায্য করেছে। ফোরামের সকল সদস্যের জন্য আমার পক্ষ থাকে নতুন বছরের শুভেচ্ছা।  আশা করবো আমরা বিগত দিন গুলোতে যেভাবে একত্রে থেকেছি , সামনের দিন গুলোতেও আমরা একত্রে থেকবো। সকলের সুসাস্থর কামনা করছি। এবং আরো একবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা Happy New Year.