২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, আশা করি ২০২৪ সালের যেসব অপূর্ণতা আমাদের মাঝে ছিল, সেসব ইচ্ছা এবং যেসব সৎ ইচ্ছা আমাদের মাঝে রয়েছে সেসব যেন ২০২৫ সালে পূর্ণ হয়ে যায়।
যাই হোক এবার আসি আমাদের বাংলা থ্রেডের ২০২৪ সালের পর্যালোচনা নিয়ে পোস্ট একটিভিটি এবং মেরিট আর্নিং দুটোই 2023 সাল থেকে এই বছরে অনেকটাই কম অর্ধেকেরও নিচে এসেছে।
বলতে হলে আমাদের বাংলা থ্রেডের অলটাইম হাই পোস্ট একটিভিটি এবং মেরিট আর্নিং ২০২৩ সাল। আমি ভেবেছিলাম ২০২৪ সালে আমাদের এক্টিভিটি আরো বেড়ে দাঁড়াবে এবং আমরা হয়তো আবারও পুনরায় লোকাল বোর্ডের জন্য এপ্লিকেশন করতেও পারব। কিন্তু সেটা আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।
যাইহোক আশা করি আমাদের এই স্বপ্ন ভবিষ্যতে একদিন বাস্তবায়ন অবশ্যই হবে সেদিনের অপেক্ষায় রইলাম।
এবং ২০২৫ সালে যেন আমরা ২০২৩ সালের রেকর্ড ভঙ্গ করতে পারি সেই আশা ব্যক্ত করলাম।
আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ডিসেম্বর মাসের ক্ষেত্রে এক্সট্রা করে বলার কিছু নাই আগের মাসের চাইতে খুব বেশি প্রগ্রেস হয়নি তবে কনসিসটেন্সি রয়েছে।
ডিসেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 105টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 67টি
নভেম্বর মাসের টোটাল পোস্ট হয়েছে = 91টি
এবং মেরিট ট্রানজেকশন হয়েছে = 56টিপ্রথম দশজন পোস্টদাতা
1. Wonder Work [18]
2. DYING_S0UL [15]
3. Learn Bitcoin [14]
4. Crypto Library [13]
5. Bd officer [8]
6. Student of Bitcoin [6]
7. shasan [5]
8. BlackHatSojib [4]
9. Morshedbns [4]
10. Z_MBFM [4]
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
1. Learn Bitcoin [561] ⬆
2. Little Mouse [516] ⬇
3. Crypto Library [446]
4. Bd officer [338]
5. Review Master [308] ⬆
6. LDL [303] ⬇
7. DYING_S0UL [299]
8. shasan [234]
9. roksana.hee [200]
10. Bitcoin_people [180]
২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr
DT1 LOGS
জানুয়ারি মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-140 জন 100DT1 | |
এ নতুন যারা ডিটি1 হয়েছেন | যারা গত মাসে ডিটি1 ছিলেন |
________________________________ | ________________________________ |
1. Awaklara 2. Bthd 3. CanaryInTheMine 4. DireWolfM14 5. EFS 6. Foxpup 7. GazetaBitcoin 8. GreatArkansas 9. Husna QA 10. Jet Cash 11. Little Mouse 12. Mitchell 13. NeuroticFish 14. NotATether 15. Rmcdermott927 16. SFR10 17. YodasRedRocket 18. bastisisca 19. be.open 20. comit 21. ekiller 22. ibminer 23. klarki 24. notblox1 25. o_solo_miner 26. polymerbit 27. rxalts 28. sapta 29. stompix 30. vizique 31. willi9974 | 1. Best_Change 2. Buchi-88 3. Charles-Tim 4. DaveF 5. El duderino_ 6. Harkorede 7. JollyGood 8. LFC_Bitcoin 9. Lafu 10. Learn Bitcoin 11. Lesbian Cow 12. Maus0728 13. Stalker22 14. Timelord2067 15. Vod 16. albon 17. babo 18. buwaytress 19. coinlocket$ 20. ezeminer 21. finaleshot2016 22. gmaxwell 23. hilariousandco 24. hybridsole 25. irfan_pak10 26. joniboini 27. lovesmayfamilis 28. roycilik 29. stoos 30. teeGUMES 31. witcher_sense |
source