Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 10/01/2025, 18:47:41 UTC
যাদের অল্প অর্থ রয়েছে এবং ট্রেড করতে ইচ্ছুক, তাদের জন্য LayerZero ( ZRO ) টোকেনের ট্রেডিং বিষয়ক কিছু কথাবার্তা:

আমি ইতিমধ্যে ট্রেড করতেছি কিন্তু কিছু বিষয় সকলের উদ্দেশ্যে নাহ বললে নয়, যেমন:
০১) সম্ভবত জুন/জুলাই ২০২৫ পর্যন্ত এই টোকেনের কোনো প্রকার token unlocking নেই , এই কারণে আমি এটিতে ট্রেড করতেছি।
০২) যেহেতু নতুন করে কোনো টোকেন সাপ্লাই-এ যোগ হচ্ছে নাহ, তো আচমকা টোকেন ডাম্পিং এরও ভয় নেই।
০৩) আমি গত কিছু মাস ধরে এটিতে ট্রেড করতেছি এবং আমার কমিউনিটির অনেকে ট্রেড করে লাভ-ক্ষতি দুইটিই করেছে। তবে লাভের পরিমাণ বেশি। যেমন আমি ইতিমধ্যে আমার initial fund কে হয়তো ৩ কিংবা ৪ গুণ করে ফেলেছি এবং লাভের অর্থ দিয়েই এখন ট্রেড করতেছি।
০৪) যারা leveraged কিংবা derivative ট্রেডিং শুরু করবেন, তাদেরকে বলবো যে, 5x এর বেশি leverage/margin ব্যবহার করেবেন নাহ এবং ট্রেড করে ২ গুণ লাভ করবেন তখনই initial fund কিংবা আসল অর্থকে ট্রেডিং একাউন্ট থেকে সরিয়ে ফেলবেন। উদাহরণ হিসেবে, আপনি $১০০ দিয়ে ট্রেডিং শুরু করলেন। যখনই দেখলেন যে সেটি $২০০ হয়েছে, তখনই সেখান থেকে $১০০ আগে অন্য ওয়ালেট কিংবা ওয়ালেটে সরিয়ে নিবেন। এরপর ওই লাভের অর্থ দিয়ে যত খুশি ট্রেড করতে থাকেন।
০৫) কখনই পুরো অর্থ দিয়ে একবারেই entry নিবেন নাহ, দরকারে অল্প অল্প করে ২-৩ টা order দিয়ে রাখবেন। কারণ মার্কেট যেকোনো সময় বিপরীতমুখী হয়ে যায়।


এখন আসা যাক, কোন মূল্যে ট্রেডটি চালু করবেন কিংবা entry নিবেন। আমি মূলত ইতিমধ্যে ৩টা limit price বসিয়ে ছিলাম এবং মার্কেট ডাম্প করে দুইটাই পূরণ করেছে এবং এখন শুধুমাত্র ৩ নম্বর limit price টি পূরণ হওয়ার বাকি রয়েছে। তো যারা এখন entry নিবেন, তারা আমার থেকে ভালো লাভ করতে পারবেন এবং রিস্কও কম থাকলো।

১ম entry মূল্য: $৪.৫২ কিংবা এর কমে
২য় entry মূল্য: $৪.১২৩ কিংবা এর থেকে কমে

বাকি নিজেরা এখন বিশ্লেষণ করে ট্রেড করতে পারেন। আর আমি এটি hyperliquid এ ট্রেড করতেছি, তাদের ২য় এয়ারড্রপের জন্য এবং কেউ যদি আমার রেফারাল ব্যবহার করতে চান, সেটি এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/0xSultan_/status/1876282542992822350



XRP নিয়ে বর্তমানে অনেক সমালোচনা হচ্ছে আমি জানতে ইচ্ছুক বর্তমানে XRP 2.5$ এর আশেপাশে আছে। কিন্তু আমি দেখছি অনেক জায়গাই বলা হচ্ছে 100$ +  যেতে পারে এর সম্ভবনা কেমন আমার কি বর্তমানে XRP কিনা ঠিক হবে??

আপনাকে আগে জানা দরকার যে, কয়েকমাস আগে XRP এর মূল্য হঠাৎ এমন বৃদ্ধি পেয়েছিলো কেন? এবং কেনই বা আবার অনেকে এটির মূল্য $১০০+ হওয়ার কথা বলতেছে। আমি যতটুকু জানি, এটির জন্য ২টি মূল কারণ রয়েছে, সেগুলো হলো:

০১) প্রথম কারণ হলো XRP Ledger or XRPL এ memecoin এর হাইপ এবং যেহেতু XRP হলো গ্যাস টোকেন কিংবা মূল ফা্ন্ড ওই চেইনের জন্য। তাই এটির মূল্য বৃদ্ধি পেয়েছিলো এবং যখনই memecoin হাইপটি কিছুটা কমে আসে, তখন আবার টোকেনের মূল্য কমতে থাকে।
- https://dexscreener.com/xrpl

০২) ২য় কারণটি হলো বর্তমানে সবাই bull run এর অপেক্ষায় এবং কিছুটা বুলরানও চলতেছে বলা যায়। আর Donald Trump নির্বাচনে জিতে যাওয়ার পর তো সবাই আরো বেশি বুলিশ এবং এইমাসের শেষে হয়তো তিনি প্রাতিষ্ঠানিকভাবে তার দাপ্তরিক কাজ শুরু করবেন। যেহেতু Trump এখন বেশি বিটকয়েন এবং ক্রিপ্টোকে সমর্থন করেন, তাই সবাই ভাবতেছে যে, তিনি দাপ্তরিক কাজ শুরু করার পর ক্রিপ্টো নিয়ে আরো ভালো কিছু সকলের জন্য ঘোষণা করবেন এবং সেটিই হবে bull run এর শুরু। তাই ক্রিপ্টো influencers কিংবা youtuber রা এখন XRP কিংবা অন্যান্য পুরাতন coin/token এর মূল্য নিয়ে ওমন কাল্পনিক মূল্য ( যদিও দীর্ঘ সময় পর ওই মূল্যে পৌছানো সম্ভব, কিন্তু এত কম সময়ে সম্ভাবনা খুবই কম) বলা শুরু করেছে।  Grin

আশা করি, এই বিষয়টি আপনার বিনিয়োগে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।  Wink