কেমন আছেন সবাই?
আমি ব্যাক্তিগত কাজে একটু ব্যাস্ত থাকার কারনে ফোরামে খুব বেশি সময় দিতে পারছি না। ভাইযেরা আমার, ফোরামে আমাদের বাংলাদেশী মেম্বারদেরকে নিয়ে কি শুরু হয়েছে, সেটা আশা করি সকলেই অবগত আছেন। এসব ফোরাম ড্রামাতে রেসপন্স করাকে আমি এসব ট্রল কে ফিড করা বলেই মনে করি। কোনো একটা একুজেশনের যদি কোনো বেইজ না থাকে, সেই একুজেশনে রেসপন্স করতে সেটা যেমন থাকবে, রেসপন্স না করলেও তেমনেই থাকবে।
কিন্তু, এসব ড্রামার সংখ্যা ফোরামে অনেক বেশি হয়ে গেছে বলে আমি মনে করি। আপনারা খেয়াল করলে দেখবেন, হাতে গোনা ২-৩ জন মেম্বার এই জলিগুড কে ফিডিং করছে। যারা এসব ড্রামা ফিড করছে এবং যারা এগুলো ক্রিয়েট করছে, তাদেরকে ট্রাষ্ট এক্সক্লুশন করা জরুরী। আমি একদিন সময় নিয়ে আপনাদের সকলের সাথে আলাপ করবো। চুপ থাকা মানেই সব মেনে নেয়া নয়। অথর্ব মূর্খ লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই।