Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 14/01/2025, 09:45:03 UTC
নন-গাম্বলিং সিগ না পাওয়ায় আমি অনেক মাস কোনো সিগ করি নাই, তখন AOBT এর পতাকা নিয়ে ঘুরতাম, হয়তো খেয়াল করছিলেন। যদিও আমার ব্যাপক সুযোগ ছিলো কোনো একটায় ঢুকে পড়ার। এখন মনে হচ্ছে সবগুলো সিগ করাই বেটার ছিলো। ভালো মানুষের দাম নাই ভাই, যে ফেয়ার প্লে করতে চায় সেই সবসময় মারা খায়। এখন থেকে দুষ্টু ছেলে হতে হবে।
ভাই আমি বুঝতে পারছি আপনার বিষয় কিন্তু ভাই আপনি যে কথাটা বললেন ভালো মানুষের খারাপটাই বাংলাদেশী মেম্বারদের সাথে। আমি এই কয়েক মাসে ফোরাম সম্পর্কে যতটা জানার চেষ্টা করছি সেখান থেকে আমি যতটুকু বুঝি ফোরামে বাংলাদেশী হয়ে টিকে থাকা বড়ই ট্রাপ হয়ে গেছে। আর যারা এগুলা নিয়েই করতেছে তারা সবসময় বাংলাদেশীদের চেপে ধরে রেখে তারা ভালো সেজে কিছু করার চেষ্টা করতেছে এবং করতেছে। চিল্লাপাল্লা করেও কোন লাভ হয় না ভাই এটা চিল্লাপাল্লা কে মিথ্যে ট্রল বানিয়ে আরো বেশি ট্যাগ দিয়ে দেয়। বিশেষ করে এদের বাহবা দিয়ে বেশি কথা বলে সবাই কেউ তাদের প্রতি কোন ব্যবস্থা গ্রহণ করে না বা করার চেষ্টাও করে না। ফোরাম এরাই চালায় এরাই চালাই যাবে আমাদের এখান থেকে কাউকে তারা ভালো অবস্থানে যেতে দিবে না এটা তারা কনফার্ম ভাবে নিয়েছে। যতই ভালো থাকেন না কেন কোন না কোন একটা আজাইরা ফল্ট বের করে ট্যাগ লাগিয়ে দিবে। তবে যারা ভালো অবস্থানে আছেন ডিটির দিকে তারা কিছু করতে পারেন নাকি দেখেন।‌ আমার সমস্যা নেই আমাকে ট্যাগ দিয়েছে কোন ম্যানেজার নীলে নিল না নিলে নাই এগুলো নিয়ে আফসোস করি না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী টেনশন করার কোন কারণ নেই। ভাবছিলাম সিগনেচার ক্যাম্পেইনে থাকতে পারলে দুই একটা টিউশন কম করাবো চাকরির পড়াশোনার দিকে একটু মনোযোগ দিব যে সময়টুকু পাব কিন্তু সেটা হল না। যদি কোন ক্যাম্পেইনে ঢুকতে পারি ঢুকবো না হলে টিউশন দুই একটা বাড়িয়ে নেব ভাই এইটাই চিন্তাভাবনা করেছি আমি।

তবে ভাই আমি এটা ছাড়বো না আমি ট্যাগ খেয়েছি এইটা নিয়ে আমি অগ্রসর হব যদি আমি কখনো ভালো অবস্থানে যেতে পারি তাইলে আমি অবশ্যই তাদেরকে ট্যাগ লাগাই দিব। আমি এখানে সর্বোচ্চ পরিমাণ লড়াই করে যাবো তাদের ট্যাগ লাগাইতে। সেটা আমি পারলে পারলাম না পারলে নাই তবে আমি চেষ্টা করে যাবো ভাই আপনারা সাপোর্ট দিয়েন তাহলে আমি পারবো। ফোরামে চুপ থাকার কারণে এরা কথা বলার সাহস পাই বেশি। চুপ থাকার কারণ মনে করে হার মেনে নেওয়া কিন্তু আমি চুপ থাকি নাই ভাই বুঝি আর না বুঝি চিল্লাপাল্লা কইরা যাইতাছি এতে যা ইচ্ছা তাই হোক সমস্যা নাই। তবে তারা যে একটা গ্যাং এটাই স্পষ্টভাবে বুইঝা গেছি ভাই। কি একটা অবস্থা ফোরামে বাংলা কমিউনিটির মেম্বার দেখলে সবাই একটা নেগেটিভলি চিন্তাভাবনা করে বসে থাকে।

বাংলা ফোরামের তারা ডিটি মেম্বারের দিকে আছেন হয়তো তারা কিছু করতে পারবেন এগুলো নিয়ে যারা এগুলো নিয়ে ভালো বোঝেন তারা এগুলো যদি পারেন বন্ধ করার চেষ্টা করিয়েন না হলে বাংলা কমিউনিটির অবস্থা আরো খারাপ হয়ে যাবে।