Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 15/01/2025, 13:51:43 UTC
আজকেই কিন্তু শেষ দিন!

এখনো যারা সেরা অল্টকয়েন কনটেস্টে জয়েন করেন নাই তারা চাইলে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করবেন, কি কি রিকয়ামেন্ট, উদাহরণ সহ সব আমি আগেই উল্লেখ করে দিয়েছিলাম। সবার সুবির্ধাতে অবারো পুরানো পোস্টটি কোট করে দিলাম। পড়ে নিয়েন।

এখানে গিয়ে রেজিস্টেশন করে আসুন: [Registration] Best Altcoins Portfolio 2025

For the last years, I've been organizing this little contest. First in the french section, now here since 2022.
The idea is to make a small fictitious portfolio on January 1st 2025 and to see on December 31 2025 who has performed the best.
Suppose that you have 1000$ and you want to make a small portfolio with 4 altcoins. Which ones do you choose and in what proportion ?

-snip-

Halab আবারো "সেরা অল্টকয়েন" কনটেস্ট নিয়ে এসেছেন। আপনারা সকলে (মেম্বার রাঙ্ক থেকে) এখানে অংশগ্রহণ করতে পারবেন। তবে কনটেস্ট ঢোকার পূর্বে বেশ কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। আপনাদের সুবির্ধাতে আমি রুলস গুলো বুঝিয়ে দিচ্ছি।

এখানে গিয়ে রেজিস্টেশন করে আসুন: [Registration] Best Altcoins Portfolio 2025
রেজিস্টেশনের শেষ তারিখ: 30/12/2014 11.59pm (Paris time)
রেজিস্টেশনের শেষ তারিখ: 15/01/2025 11:59pm (Paris time)

রেজিস্টেশনের পূর্বশর্ত:
  • অবশ্যই মেম্বার রাঙ্ক বা তার উপরে হতে হবে
  • ১২০ দিনে ৫ মেরিট পেয়েছেন এমন হতে হবে
  • ডিটি মেম্বারদের কাছ থেকে ভ্যালিড নেগেটিভ ট্যাগ খাওয়া ইউজার জয়েন হতে পারবে না
  • মাল্টি একাউন্ট এলাউ না

কিভাবে কনটেস্টর জন্য আপনার পছন্দের অল্টকয়েন বেছে নিবেন:
  • আপনি BTC চুজ পারবেন না ( অথবা wBTC, বা একই রকম কিছু)
  • আপনাকে সর্বমোট ৪ টি অল্ট কয়েন বেছে নিতে হবে
  • কোনো একটি অল্টকয়েন কে ৫০% এর বেশি পোর্টফলিও তে রাখতে পারবেন না
  • প্রতিটি অল্টকয়েনে মিনিমাম ৫% পোর্টফলিও দিতে হবে
  • আপনি চাইলে একটা স্টেবল কয়েন নিতে পারেন (শুধুমাত্র একটি, তবে না নিলেও সমস্যা নাই)
  • আপনাকে মিনিমাম একটি অল্টকয়েন বেছে নিতে হবে যার পজিশন Coingecko তে ১০০ এর বাহিরে
  • আপনি অন্য কোনো ইউজারের সাবমিশন কপি পেস্ট করতে পারবেন না, মানে কোনো ভাবেই তার ৪ টি অল্ট চুজ করতে পারবেন না, আলাদা হতে হবে

উদাহরণ:

আপনারা যদি আমার সাবমিশন টি দেখেন তাহলে দেখবেন এখানে BTC নেই। আমার ক্ষেত্রে আমি LINK কে ৫০% দিয়েছি আর বাকি গুলোরে ২০,২০,১০ করে টোটাল ১০০% ভাগ করে দিয়েছি। আমি কোনো স্টেবল কয়েন চুজ করি নাই। এবং সাথে এই ৪ টি অল্টকয়েন Coingecko তে কত পজিশনে আছে তার লিংক সহ দিয়েছি। আরো দেখবেন যে এখানে একটি অল্ট, ৩৬৭ নম্বার পজিশনে আছে যা ১০০ পজিশনের বাহিরে। আশা করি রুলস বুঝছেন।

বিজয়ীদের পুরষ্কার:

  • ১ম: 0.002 BTC
  • ২য় : 0.001 BTC
  • ৩য় : 0.0005 BTC

কনটেস্ট টি কিন্তু ১ বছর মেয়াদী। ধরুন আপনার কাছে ১০০০$ আছে। এখন আপনি যেই ৪ টা অল্ট চুজ করবেন তার মধ্যে কোনটা কত শতাংশ (১০০ তে) হোল্ড করবেন তা নির্ধারণ করে দিবেন। বছর শেষে মানে, ১ জানুয়ারি ২০২৫ এ আপনার পোর্টফলিওর কত ভ্যালু ছিলো এবং ৩১ ডিসেম্বর ২০২৫ এ তা কত তে গিয়ে দাঁড়িয়েছে তা হিসাব করা হবে এবং এদের মধ্যে যাদের অল্টকয়েন সবথেকে ভালো পারফর্ম করবে তাদের বিজয়ী ঘোষনা করা হবে।