Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 19/01/2025, 22:08:43 UTC
এই কনটেস্ট এর একটা বিষয় আমার নিকট অড লাগতেছে, সেটা হল এই কন্টেস্টটা এক বছর মেয়াদী কিন্তু এটার সাবমিশন ডেট অলরেডি শেষ হয়ে গিয়েছে। 
ধরুন আপনি যেগুলো coin হোল্ড করেছেন সেগুলোর দাম বেড়ে গেল এবং আপনার টার্গেট টাচ করে ফেলল বছর শেষ হওয়ার পূর্বেই আপনি কি সেটা সেল করে দিয়ে আরেকটা  কয়েন কে চুজ করবেন না?

নাকি আপনি বছর শেষে যেকোন  অল্ট কয়েন বসিয়ে দিবেন কারণ সেটাও সুযোগ নেই আপনি অলরেডি রেজিস্টার করার সময় আপনার চারটি  কয়েন কে উল্লেখ করে দিচ্ছেন। !!

আসলে কনটেস্টটির প্রাইজপুল আরো বেশি হওয়া উচিত ছিল।  Grin  ওহো লস খাইলে তো আর কোন উপায়ই থাকবে না এমনিও মারা অমনিও মারা।

বুঝলাম না তোমার কথা!  Huh

প্রথমত এখানে তোমাকে কেউ ফিজিক্যালি কোনো কয়েন হোল্ড করতে বলেতেছে না। তুমি যে ৪ টি অল্ট নিয়ে আশাবাদী সেই ৪ টা চুজ করবা।
আসলেই আপনি আমার কথাটি বুঝেন নাই। সেই সাথে সাথে আমিও মনে হয় বোঝাতে পারিনি।
আমি মূলত যেটি বলছি সেটা হল ধরুন আপনি কিছু কয়েন হোল্ড করলেন আর সেগুলোর দাম বছরের মাঝখানে বেড়ে গেল, এবং পরবর্তীতে বছরের শেষের দিকে গিয়ে ডাম্প করল, এটা বলার কারণ হচ্ছে প্রতি বছরেই কিন্তু আমরা বুল সিজন পাইনা যে বছরের লাস্টের দিকে গিয়ে পাম্প করবে।
এমনও অনেক রেকর্ড রয়েছে যে হোল মার্কেট বছরের শেষের দিকে গিয়ে ডাম্প করে।  ধরেন আপনি যেগুলো হোল্ড করতেছেন এনালাইসিস করে বুঝতে পারলেন বছরের শেষের দিকে  ডাম্প করার পসিবিলিটি আছে, তাহলে কি আপনি সেখানে এই কনটেস্ট জেতার জন্য লস দিয়ে হলেও হোল্ডিং করবেন?
Quote
ধরো আমি, Manta চুজ করলাম। এখন কথার কথা, বছরের শুরুতে এটি ১$ ছিল, এক বছর পর ১০০$ হইছে (মাঝখানের পাম্প-ডাম্প, মারা খাওয়া ম্যাটার করে না)। এখানে ওভারঅল ক্যালকুলেট হবে, কত ভালো পারফোর্ম করছে, পজেটিভ নাকি নেগেটিভ এইসব ব্যাপার স্যাপার (যদিও তারা কিভাবে এটা ইভালুয়েট করবে আমার জানা নাই)। বিভিন্ন সাইটেও  তো দেখা যায়, টপ ১০ অল্ট অফ ২০২৩,২০২৪, এমন কিছু একটা।
মার্কেট আসলে কারো নিয়মে চলে না, যে বছরের শুরুতে একটি প্রাইস থাকবে তারপর মাঝখানে পাম্প করবে ডাম্প করবে এবং বছরের শেষে গিয়ে গ্যারান্টেদটি পাম্প করবে। আমরা যদি ২০২২ সালের কথা বলি ২০২১ সালের শেষের দিকে মার্কেট বুল সিজন থেকে আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং ২০২২ সালের শুরুতেও মার্কেট মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে ছিল। কিন্তু ২০২২ এর শেষের দিকে মার্কেট একদম বেয়ার মার্কেটে উপনীত হয়েছিল। এ সময় আমরা অল্ট কয়েনের মার্কেট কেউ একদম নিচে দেখতে পেয়েছি।
Quote
যাই হোক লস খাওয়ার যে বিষয়টা বল্লা, তুমি যেহেতু এখানে কিছু হোল্ড করো নাই, জাস্ট একটা স্পেকুলেশন করছো, সেক্ষেত্র লস কই? আর যদি সত্তি সত্তি হোল্ডও করো, তাহলেও তো ডাম্প দেয়া শুরু করলে সেল করে দিতা।
কথা সত্য যে আমি আপনি যেসব কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন শেষ হবে করিনি  অথবা আপনি যে সব কয়েনের কথা ভাবতেছেন ইনভেস্টমেন্ট করার জন্য সেসব কয়েনে আমি হয়তো ইনভেস্টমেন্ট করিনি
বাট আপনার পোস্টটি আমি একটু লেট করে নজর করে ফেলেছি না হলে হয়তো আমিও আমার ইনভেস্ট করা কয়েন গুলো কেউ অ্যাড করে সেখানে পার্টিসিপেন্ড করার জন্য রেজিস্টার করতে পারতাম।  Roll Eyes
তবে এটা আমি অবশ্যই মাথায় রাখতাম এই কনটেস্ট জেতার জন্য আমি আমার টার্গেট টাচ হয়ে যাওয়ার পরও হোল্ড করতাম না।
যাইহোক  আমি পার্সোনালি মনে করতেছি যে এই বছরের শেষের দিক থেকে শুরু হবে বিয়ার সিজনের যাত্রা