২০২৪ সালে বিটকয়েনের দাম ১০০k ছাড়িয়ে গিয়ে রেকর্ড করেছিলো, কিন্তু ২০২৫ সালের শুরুতে বিটকয়েনের দাম কমতে শুরু করেছিলো। অনেকেই ভেবেছিলেন বিটকয়েনের দাম আরও কমে যেতে পারে। কিন্তু আজকে বিটকয়েন তারা পুর্বের ATH ভেঙ্গে নতুন ATH গড়েছে। ২০২৪ সালের শেষের দিকে সর্বোচ্চ মুল্যে ছিলো $108k। আজকে পুরনো রেকর্ড ভেঙ্গেছে আজকে বিটকয়েনের দাম $109k প্লাস হয়েছে।
