আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফোরামে বাংলাদেশ কমিউনিটি মেম্বার এবং তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের সবাইকে কি পরিমানে ট্রলের শিকার হতে হচ্ছে, সেটা সম্পর্কে সবাই অবগত আছেন বলে আমি ধরে নিলাম। কেউ যদি না যেনে থাকেন, জলিগুড এর প্রোফাইল এবং তার চেলা পেলাদের প্রোফাইল ঘুরে দেখতে পারেন। আমরা কমিউনিটি হিসাবে সব সময় নিরব ভুমিকা পালন করেছি। কিন্তু বর্তমানে হ্যারেজমেন্ট এর লেভেল সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আমি ব্যাক্তিগত ভাবে আপনাদের সাথে এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করতে চাই। যদি কেউ এই ব্যাপারে আলাপ করতে আগ্রহী হন, অনুগ্রহ করে আমার টেলিগ্রাম @learnbitcoin01 এ প্রাইভেট মেসেজ করুন। আমি সময় করে আপনাদের সাথে আলাপ করবো। মনে রাখবেন, এখনি সময় এক হওয়ার।