Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 24/01/2025, 09:09:53 UTC
⭐ Merited by Bd officer (1) ,Crypto Library (1)
দাদারা আমাদের পেছনে লেগে থেকে এখন নিজেরাই দেখি ফেসে যাচ্ছে। পাখিদ্যাবস, ওয়ার্ল্ডঅফকয়েন্স, দাদারা জলিগুড কে এই কয়দিন ধরে ফিড করে আসছিলো। কিন্তু কারমা বলে একটা কথা আছে, এটা আসলেই সত্যি। ইট মারলে যে পাটকেল খেতে হয়, সেটা গো মূত্র খোর গুলো ভুলে গিয়েছিলো। মানুষ কে হ্যারেজ করতে এরা খুব মজা পায়, কিন্তু তলে তলে এরা নিজেরাই যে চিটার, নিজেরাই যে ফোরামে ৮ বছর ধরে এবিউজ করে আসছে, মনে করছে এগুলো কেউ ধরতে পারবে না। আজকের যুগে সব কিছুই আর্কাইভ হয়ে থাকে, দাদারা সেগুলো ভুলে যায় বার বার। রেপুটেশন বোর্ড এ গিয়ে ওদের কাটা ঘায়ে নুনের ছিটা আর দিবো না। আপাতত বাজার থেকে ১০ টাকা দামের পাপন ভাজা (popcorn) এনে এগুলো এনজয় করবো!