Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 25/01/2025, 05:45:33 UTC
যাইহোক, ভাই বর্তমানে এমনটাইচলে যে নিজেরাই চোর অথচ তারাই উল্টো চোর ধরতে বেরিয়ে পড়ে। যাইহোক ভাই খুবই ভালো লাগলো যে হা***পুতেরা তাদের অপকর্মের শাস্তি পেয়েছে। আমি নিয়মিত রেপুটেশন বোর্ডে গিয়ে পোস্ট গুলো পড়ি আর মজা পাই। Grin

আমাদের আপাতত কোনো কাজ নাই, যেমনটা বললাম, বাজার থেকে পপকর্ন কিনে নিয়ে এসে রেপুটেশন ড্রামা দেখবেন আর এনজয় করবেন। কালকে রাতে সম্ভবত আরেকটা ট্যাগ খেয়েছে। এছাড়াও সকল মেম্বারদের সাথে দেখলাম গলা নরম করে রিকুয়েষ্ট করতেছে। অন্যদের হ্যারেজ করে করে যে মজা এতোদিন এরা পেয়েছিলো, আশা করি এরা এখন সেই ফিলিংসটা পাচ্ছে। পাখি বেটা তো ফোরাম থেকে ১ সপ্তাহের সময় চাইলো। এক্সপোজ হয়ে যাওয়ার পর কি বলবে সেটা ভেবে পাচ্ছে না হয়তো। সেজন্য ১ সপ্তাহ সময় চেয়েছে ফোরাম মেম্বারদের কাছ থেকে। দেখা যাক ১ সপ্তাহ পর কি এক্সকিউজ নিয়ে আসে। সম্ভবত বলবে আমি তার সাথে নিয়মিত ট্রেড করতাম, কতোগুলো ফেইক স্ক্রিনশট ও নিয়ে আসতে পারে। আবার এও বলতে পারে সে আমার ফ্রেন্ড বা রিলেটিভ। আমি ‍কিউরিয়াস।