Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 26/01/2025, 05:11:38 UTC
নিজেদের গু*য়া*য় গু রেখে অন্যের গু*য়া*য় গু খুঁজতে যায় এরা। নিজেদের অনেক চালাক মনে করে তো তাই এই অবস্থা। এদের শুধুমাত্র ১ টা না আরো কয়েকটা অল্ট আছে আর এ কারণেই এরকম আবোল তাবোল কাজ করে অন্যের গু*য়া খোচায় জানে যে তার একাউন্টের কিছু হলে অন্য একাউন্ট দিয়ে ফোরামে কাজ করবে। কি বলবো ভাই বেশি কিছু বলতে গেলে পঁচা কথা মুখে আসে। এদের বাকি একাউন্টগুলাও খুঁজে বের করা দরকার।

গু কম বেশি সবার গো*য়াতেই আছে। নতুন অবস্থায় মানুষ কিছু ভুল ত্রুটি করে। সেই ভুল শুধরে যারা এগিয়ে যেতে পারে, তারাই ফোরামে সাকসেস হয়। আমিও একসময় মেরিট পাওয়ার আশায় থ্রেড ক্রিয়েট করেছি। আমিও মানুষের ভুল খুজেছি। কিন্তু সব কিছুর একটা লিমিট থাকে। আমি কখনো কাউকে টার্গেট করে ফাদে ফেলতে চাইনি। আপনি কাউকে টার্গেট করছেন মানে আপনি নিজেও অন্য কারো টার্গেট হচ্ছেন। পাখির আরো অন্তত ২ টা একাউন্ট আমি সন্দেহ করি। তবে প্রমান ছাড়া তো কিছু বলা যাবে না। আমি তো আর ওদের মতো না যে আমার মনে হচ্ছে সে জলিগুডের অল্ট, তাকে আমি প্রমান ছাড়াই জলিগুড এর অল্ট বলে ডাকবো। যতক্ষন কোনো প্রমান হাতে না আসবে, ততক্ষন সেটা একটা শোনা কথা। এর বেশি কিছুই না।