গ্রামীনফোন আর তাদের ডাকাতি। আমি কি করবো আসলে বুঝতেছিনা। হিসাব মিলে না।
কিছুদিন আগে আমি ১.২ টাকা/মিনিট রেটে ফোনে রিচার্জ করি। নিচের ছবি অনুযায়ী ১.২ টাকা কাটার কথা বাট কাটতেছে ১.৬৭ টাকা সামথিং।

মাই জিপিতে গেলাম সেখানে আবার অন্য কোন এক কলরেট সো করতেছে। ৩৩.৩৩ পয়সা।

আর এই পালস রেট ১০ সেকেন্ড টাই বা কি!? কাটায় কাটায় ৫৯ সেকেন্ডে কথা বললে ১.৬৭ টাকা কাটে।

তবে ১ মিনিটের উপর এক সেকেন্ডও হেরফের হলে ৩০ পয়সা কেটে নিচ্ছে। মানে মগের মুল্লুক নাকি। দিনে দুপুরে ডাকাতি।

কাস্টমার কেয়ারে কল দিলাম সেখানে বলে ১.৬৭ রেট আমার ভ্যাট ট্যাক্স কি জানি সহ, তাহলে বিকালে যখন রিচার্জ মারলাম সেখানে ১.২ দেখায় কেনো! আর এসএমএসে আবার ১.২ রেট বলতেছে (ব্রাকেটে ভ্যাট ট্রাক্স লেখা)। এটা তো রিতিমতো মানুষের সাথে প্রতারণা করা। রেট বলে একটা ধরায় দেয় আরেকটা।
