Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 13/02/2025, 20:53:50 UTC
AmberIT এটা কেমনে কি? আমি কখনো এটার নাম শুনিনি আগে। সোর্স দিয়েন তো কিভাবে কাজ করে। আমি জাস্ট ব্রিলিয়েন্ট আর আলাপ সম্পর্কে জানতাম এতো দিন। আলাপেও ৪০ পয়সা আমার জানা মতে।
বলেন ভাই AmberIT এর নাম শুনেন নাই এরা তো বাংলাদেশের ওয়ান অফ দা টপ আইএসপি ব্র্যান্ড।
এনিওয়ে ব্রিলিয়ান্ট, আলাপ এর সাথে এটার  সার্ভিস নিয়ে বিশেষ পার্থক্য নেই। কল রেট ধরতে গেলে আলাপের মতোই। কিন্তু আলাপ ব্যবহার করতে গিয়ে আমি আমার এরিয়াতে অনেক ইস্যু ফেস করেছি, সম্ভবত এটা সরকারি হওয়ার কারণেই এই সমস্যাগুলো হয়েছে। তাই AmberIT ব্যবহার করা শুরু করে দিয়েছি এবং সার্ভিস অনেকটাই ভালো ব্রিলিয়ান্ট এবং আলাপ এর চাইতে।

Amber it আইপি ফোন


Quote
১৬০০ জিবি দিয়ে মাত্র ৭৫ জিবি কম মনে হয়না? (আনলিমেটেড সাইডে রাখুন)। আমার এখানে টেলিটকের ২-৪ টা খাম্বা থাকলে টেলিটক ইউজ করতাম। টাকাও বাচঁতো। কি জানি একটা অফার ছিলো ১০ বছর মেয়াদ। Grin
মিয়া 1600 জিবি দিয়ে না ১৬০০ টাকা দিয়ে

যাই হোক আনলিমিটেড মেয়াদ যদি সাইডে রাখি তাহলে এই প্যাকেজটির কোন যৌক্তিকতাই থাকবে না। আমার ঘরে মাসে 3gb এর মতন খরচ হয় কারণ বাসায় তো অ্যাজ ইউজুয়াল আমাদের সবারই ওয়াইফাই থাকে, সে হিসেবে সে হিসেবে এই প্যাকেজটি আমার জন্য সাশ্রয়ী।

আর টেলিটকের অবস্থা খারাপ যেখানে কল দেওয়া যায় না রিসিভ আসে না সেখানে আবার ইন্টারনেট যদি কিনি তাহলে সেটা যদি ৬০ বছরের জন্যও দেয় এবং মাত্র ১০ টাকায় দেয় তাহলেও কোন লাভ হবে না। সেই অন্য অপারেটরে যাইতেই হবে।

Quote
আর ভাই আমরা মানুষ ভালো না। বলি ঠিকই ইমারজেন্সি ছাড়া বাহিরে এমবি খরচ করবো না বাট ঠিকই করে ফেলি। হাত আমাদের অনেক চুলকায়। যাই একটু ফেবুতে উঁকি মেরে আসি। ৫ মিনিট উঁকি মেরে ৫ জিবি শেষ।
আপনি মিয়া ৫ মিনিটে ৫ জিবি শেষ করেন ফেবুতে ঢুইকা! নাকি পম সাইটে ঢুইকা?  Kiss