গত একদিন যাবত অনেক জায়গায় পাই টোকেন নিয়ে আলোচনা হচ্ছে, এবং পাই টোকেন চাঁদে যাওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে ধারণা করেছেন। আমি যদি কিছু পাই টোকেন বিনিয়োগ করে রাখি তাহলে কতটা যুক্তি সম্মত হতে পারে
আমার এলাকার কিছু ছেলেমেয়েরা এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করে রেখেছিলেন এবং কে ওয়াই সি করে রেখেছিল। তাদের হয়তো কিছু টোকেন দিয়েছে এবং কিছু ২০২৭ সাল পর্যন্ত তালা দিয়ে রেখেছে । এখন অনেকে বলাবলি করছে এইটোকেন নাকি pi এর মান ৩.১৪১৬ এই দামে যাবে। যেহেতু সামনে এটি বাইনান্সে লিস্ট করার সম্ভাবনা রয়েছে তাই এই প্রজেক্টে অবশ্যই ফিউচার রয়েছে। হতেও পারে সামনে দাম pi এর মানের সমান হতে পারে।