Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 26/02/2025, 00:22:19 UTC
আমি bounty ক্যাম্পেইন এ জয়েন হতে চাচ্ছি। তো এখানে আমাবার Bech32 BTC এড্রেস চায়।
এখন আমি কিভাবে Bech32 BTC বের করবো?
বেশিরভাগ বাউন্টি ক্যাম্পেইনে তো bep 20 এড্রেস চায় যেটা BNB এড্রেস। আপনি কোন বাউন্টি তে জয়েন হতে চান যেখানে BECH32 বিটকয়েন এড্রেস চায়? যাইহোক, সহজ ভাষায় যদি আপনার ট্রাস্ট ওয়ালেট থাকে, তাহলে দেখবেন বিটকয়েন ও অন্যান্য কয়েন রয়েছে। এখন আপনি বিটকয়েনে ট্যাপ করবেন এর পর রিসিভ অপশনে ক্লিক করবেন দেখবেন যে এড্রেস বেড় হবে, সেটাই BECH32 bitcoin এড্রেস। মানে ট্রাস্ট ওয়ালেটের বিটকয়েন এড্রেস দিলেই হয়ে যাবে।

যদি এক্সচেঞ্জ থেকে বের করেন তাহলে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, দেখবেন সিলেক্ট নেটওয়ার্ক সেখানে দেখবেন BECH32 উল্লেখ আছে সেখানে ক্লিক করবেন। কিন্তু অল্প পরিমান অর্থ এক্সচেঞ্জে ডিপোজিট হবে না, তাই ট্রাস্ট ওয়ালেট থেকে এড্রেস দেওয়া ভালো হবে।