মজার ব্যাপার কি জানেন? সময় যতো যাচ্ছে, মানুষ হাল ফিনি কেই সাতোশি মনে করছে। এর কারন হলো হাল ফিনি মারা গেছেন। অনেকেই মনে করেন যে যেই মানুষ বেচে আছেন, তার এতো বিলিয়ন বিলিয়ন ডলার সে কি এভাবে ফেলে রাখবে? সে অন্তত কয়েক মিলিয়ন ডলার নিজের জন্য খরচ করতেই পারতেন। কিন্তু যদি তিনি বেচেই না থাকেন, তাহলে তো তার বিটকয়েন নড়াচড়া করার কোনো ব্যাবস্থা নেই। অনেকেই মনে করে হাল ফিনি নিজেই সাতোশি। তিনি শুধু নিজেকে আড়াল করার জন্যই কেবল সাতোশি নাম টি ব্যাবহার করেছিলো। আমি যদি ভুল না হই, থেমোস সম্ভবত এই মতকে প্রাধান্য দেন এবং তিনিও ভাবেন যে সম্ভবত হাল ফিনিই সাতোশি হতে পারে। যত দিন যাচ্ছে, এই সম্ভাবনা ততোই বাড়ছে। কারন সাতোশি বেচে থাকলে তিনি অবশ্যই কোনো একটা সিগন্যাল এই কমিউনিটিকে দিতেন বলে মনে হয়।
আসলে আল্লাহই ভালো জানেন সাতোশি নাকামতো আসলে কে।
এটাও একটা সত্য কথা যে যেখানে কয়েক বিলিয়ন ডলারের বিটকয়েন রয়েছে যদি একজন মানুষের নিকট এই পরিমাণ অর্থ থাকে সে সেখান থেকে কিছু হলেও ব্যবহার করবে। অথবা সে এমন কোন একজন ব্যক্তি তার অর্থের অভাব নেই হয়তো বা সে তার এসেট জন্য জাস্ট হোল্ডিং করে যাচ্ছে?

আর যদি হাল ফিন্নি হয়ে থাকে এবং যদি সেই এড্রেস গুলোর ওয়ালেট আর রিকভারি না হয়ে থাকে তাহলে আমি মনে করি এই বিষয়টা সম্পূর্ণ হবে আমাদের জন্য আশীর্বাদস্বরূপ কারণ বিটকয়েনের ম্যাক্সিমাম সাপ্লাই থেকে আরো ১.৪ মিলিয়ন বিটকয়েন কমে যাবে।
আমি আশা করব যেন সাতশি নাকামতো যেন তার এই ওয়ালেটের বিটিসি ব্যবহার না করে বা রিকভার না করা যায়।
তবে ভাই theymos এর এ রিলেটেড নিয়ে কথা হয়তোবা আমি বহুৎ আগে দেখেছিলাম যে সাতোশি এর আইপি লোকেশন এড্রেস তার কাছে আছে কিনা। তবে সেগুলো মনে নাই আসলে স্টেটমেন্ট টা কি ছিল।
আপনি যদি এই রিলেটেড কোন পোস্ট বা টপিক খুঁজে পান তাহলে আমাদের বা আমাকে লিংক শেয়ার করবেন।
এই বিষয়গুলা পড়তে আমার ভালই লাগে।
ক্রিপ্টো লাইব্রেরি ভাই ,, আমি সেহরি খেয়ে আপনার এই পোস্ট পড়ে আসলে সাতোশি ও হাল ফিন্নি এই দুজন সম্পর্কে কিছু জানার জন্য ইন্টারনেটে সার্চ দিলাম তবে নিচের বিষয়গুলো পড়ে কিছুটা সাতোশি ও হাল ফিন্নি এই দুজন যে একই জন তার পক্ষে বিপক্ষে কিছুটা ধারণা পাওয়া যায়। নিচের লিংকে গিয়ে বিস্তারিত জানার পর সত্যিই কিছুটা হলে ধারণা আপনাদের মনে ঘুরপাক খাবে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেখানে হাল ফিন্নি বিটকয়েন আবিষ্কার করার পর তার যে কঠিন রোগ হয় সেই রোগে আক্রান্ত হয়ে হয়তো বিটকয়েনের ওয়ালেট সম্পর্কে ভুলে গিয়েছিলেন যার কারণে তার ওয়ালেটগুলো আর দ্বিতীয়বার ঘুরে দেখা হয়। এমনকি সে হয়তো সিকিউরিটি সিস্টেম গুলো ভুলে গিয়েছিল।