@Crypto Library ভাই কী ভুলে গেছেন ফেব্রুয়ারি মাস ২৮ দিনে শেষ হয়েছে? হা হা। আজকে মার্চ মাসের ৩ তারিখ, যাইহোক আমি কিছুটা নমুনা পোস্ট করার চেষ্টা করি, CL ভাই সাজিয়ে ঘুছিয়ে পোস্ট করবেন। আমাদের লোকাল থ্রেডের পোস্টের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, গত জানুয়ারী মাসে ৯৬ পোস্ট করা হয়েছিলো। এবার ফেব্রুয়ারী মাসে আরও কমে এসেছে, ফেব্রুয়ারিতে মোট ৮১ টি পোস্ট করা হয়েছে, যা গত এক বছরের মধ্যে কম পোস্ট করা হয়েছে। এভাবে চলতে থাকলে কী হবে? পুরনো মেম্বাররা এক্টিব হওয়া বাদ দিয়েছেন, যদিও এই মাসে কোন নতুন ইউজার দেখতে পেলাম না। পুরনো কিছু নতুন মেম্বার এক্টিব হয়েছিলো।
এই মাসে টোটাল পোস্ট হয়েছে ৮১টিএই মাসে মোট ১৭ জন ইউজার এক্টিব ছিলো।
সর্বোচ্চ ১০ জন পোস্টদাতা1. nothingtodo [16]
2. dying_s0ul [14]
3. bd officer [8]
4. an then [6]
5. crypto library [6]
6. god of thunder [6]
7. z_mbfm [5]
8. shishir99 [4]
9. wonder work [4]
10. shasan [3]ninjastic.space