6. Review Master [321] ⬇
কি একটা অবস্থা, পুরো একমাস কোনো পোষ্ট করতে পারি নাই। যত চেষ্টাই করি নাহ কেনো, কোনো নাহ কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। web3 job নাহ করলে হয়তো এখানে আরো সময় দিতে পারতাম, কেননা ফেব্রুয়ারী মাসেই একটি বড় প্রজেক্টের rebranding হইলো এবং সেটি নিয়ে ব্যস্ত ছিলাম।
প্রতিদিন সকলের পোষ্টের নোটিফিকেশন পাই, ভাইবা রাখি যে, কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার আগে পোষ্ট করবো কিছু। কিন্তু পোষ্ট আর করা হয়ে উঠে নাহ। দেখি এইমাসে কি হয় এবং সকলের জন্য শুভকামনা রইলো।

যারা Mind Network এর এয়ারড্রপের জন্য ফার্মিং করেন নাই, তারা পোষ্টটি পড়ে যোগদান করুন:
https://t.me/bitbytecrypto_ann/1464আশা করা যায়, ভালো কিছু পাওয়া যাবে এটি থেকে, যদিও অনেক দেরিতে যোগদান করা হচ্ছে। তাই বেশি এয়ারড্রপ পাওয়ার আশা করিয়েন নাহ আবার।
