Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 07/03/2025, 10:37:21 UTC
বিটকয়েন কিন্তু বিটকয়েনের জায়গাতে ঠিক থাকে কিন্তু দেখেন বিটকয়েন যদি ১০০০ ডলার পর্যন্ত নেমে যায় অন্যান্য সিট কয়েন গুলো বিদ্যুৎ গতিতে নিচের দিকে নামতে থাকে। একটা বিষয় স্পষ্ট যে বিটকয়েন কারেকশন করে নিলেও অন্যান্য এলটকয়েন গুলোর দাম নিচের দিকেই থেকে যায়। বিটকয়েন উঠলেও এলটকয়েন গুলোর ওঠার নাম নেই। এভাবে যারা এলোটকয়েনে বিনিয়োগ করে রেখেছিল তাদের বিনিয়োগ এই মার্কেটের মারপ্যাঁচে শেষ হয়ে গেছে। Meme কয়েনের কথা বলার মত নয়।

যতক্ষণ না ETH বাড়ে ততক্ষণ অল্টকয়েন বাড়বে না। আগে ইথারকে পাম্প করতে হবে, তখন দেখবেন অল্টও পাম্প হওয়া শুরু করছে। এই কিছুদিন ধরে হয়তো খেয়াল করছেন, বিটকয়েন ৯০কে থেকে এক ধাক্কায় ৮০কে তে আসে আবার আস্তে আস্তে ঠেলতে ঠেলতে ৯০কে তে যায়। বাট ইথার ৩কে দিয়ে ২.২কে তে নামার পর থেকে ডিকলাইন খাইতেই আছে খাইতেই আছে, ১০০-২০০ ডলার পাম্প হয় আবার আগের পজিসনে। এজন্য মূলত অল্ট পাম্প হচ্ছে না। এটা জানেন কিনা জানিনা, ইথারের এমন খারাপ পারফরমেন্সের কারণে অনেকের পজিসন লিকুইডেট হয়ে গেছে (আমি সহ)।