Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 08/03/2025, 18:28:37 UTC
আচ্ছা একটা প্রশ্ন করি , এই ফোরামে বাংলাদেশের  কে কত বিটকয়েন এর মালিক ?
ভাই শুধুমাত্র একটা এড্রেস এর মাধ্যমে কখনোই ট্র্যাক করা সম্ভব না যে সেই ওয়ালেট কোন দেশ থেকে ব্যবহার হয়। এবং সেই অ্যাড্রেসের মালিক কে। বিটকয়েন অনেক এক্সপেন্সিভ একটি কয়েন বর্তমানে আর বিটকয়েনে বিনিয়োগ করার কারণ হচ্ছে নিজের ফাইনান্সিয়াল অবস্থাকে লুকিয়ে রাখা পাশাপাশি সেখান থেকে ভালো পরিমাণে প্রফিট পাওয়া। এখানে কেউ কখনোই তার হোল্ডিং অ্যামাউন্ট প্রকাশ করবে না।

Quote
কত সাল থেকে আপনি বিটকয়েন নিয়ে গবেষণা করছেন ?
বিটকয়েন সম্পর্কে আমি জেনেছি অনেক আগে থেকে সম্ভবত ২০১৬ সালের দিকে  কিন্তু খুব বেশি ফোকাস ছিল না যার কারণে সেই সময়ে কম দামে বিটকয়েন কেনার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো মিস করেছি।

Quote
কেউ কি কখনো বিটকয়েন চেইনে এটাক করার চেষ্টা করেছেন ?
ভাই জীবনে মানুষের ওয়াইফাই অ্যাটাক করে হ্যাক কইরা চালাইতে পারলাম না বিটকয়েন অ্যাটাক করমু কেমনে  Cheesy