Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 08/03/2025, 22:13:02 UTC
আচ্ছা একটা প্রশ্ন করি , এই ফোরামে বাংলাদেশের  কে কত বিটকয়েন এর মালিক ?

কত সাল থেকে আপনি বিটকয়েন নিয়ে গবেষণা করছেন ?


কেউ কি কখনো বিটকয়েন চেইনে এটাক করার চেষ্টা করেছেন ?
রাস্তা ঘাটে যেভাবে ডাকাতি হচ্ছে তাতে পকেটে ৫০০ টাকা নিয়ে চলাফেরা করা অনেকটাই কঠিন সেখানে কার কাছে কি পরিমাণ ক্রিপটো কারেন্সি আছে সেটা তুলে ধরা রীতিমতো বিপদজ্জনক। তবে বাংলাদেশের অনেকেই হয়তো আছে যারা বিটকয়েন উপার্জন/বিনিয়োগ করে মজুদ করে রেখেছে কিন্তু তাদের পার্সোনাল সিকিউরিটির জন্য কখনো শেয়ার করবে না। যেহেতু বাংলাদেশ এখন পর্যন্ত বিটকয়েনের বৈধতার ব্যাপারে অনুমোদন দেননি তাই এই নিষিদ্ধ কারেন্সি মজুদ করে কেউ এখানে/সোসিয়াল মিডিয়ায় শেয়ার করবে না।