আচ্ছা একটা প্রশ্ন করি , এই ফোরামে বাংলাদেশের কে কত বিটকয়েন এর মালিক ?
এই বিষয়ে শেয়ার করা উচিত নয়। যেহেতু উপরে অলরেডি উল্লেখ করেছেন যে বাংলাদেশে বিটকয়েন অবৈধ, তাই কেউ এই বিষয়ে শেয়ার করবেন না। এখন আপনি নতুন দেখে এই সব বিষয়ে জানার চেষ্টা করেন। যখন ভালোভাবে জানতে পারবেন তখন আমিও কাউকে বলতে চাইবেন না।
কত সাল থেকে আপনি বিটকয়েন নিয়ে গবেষণা করছেন ?
আসলে আমি বিটকয়েনে সম্পর্কে ২০১৯ সালে ধারনা পেয়েছিলাম, এর পর থেকেই বলতে পারেন গবেষণা করতেছি। এখনো গবেষণা করতেছি

আসসালামু আলাইকুম।
সবাইকে রমাদান মুবারক। আমি এই website এ নতুন। আমি আমার এক চাচার কাছ থেকে এই website সম্পর্কে শুনে এখানে sign up করলাম। তো আমি আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে এবং জানতে পারবো ইনশাআল্লাহ।
বিটকয়েনটক ফোরাম এবং বাংলা লোকাল কমিনিউটিতে স্বাগতম। যেহেতু আপনার চাচার কাছে থেকে এই ফোরাম সম্পর্কে জানতে পেরেছেন, আশা করি আপনার চাচা নিয়ম কানুন সম্পর্কে বলে দিয়েছে। যাইহোক, আপনাকে নিয়ম কানুন গুলো জানতে হবে এবং নিয়মগুলো ফলো করতে হবে। উপরে এক পোস্টে নতুন সদস্যকে নিয়ে বিভিন্ন লিংক শেয়ার করেছেন, আপনি সেগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। যদি কোন কিছু বুঝতে না পারেন তাহলে প্রশ্ন করবেন, আশা করি কেউ না কেউ এগিয়ে আসবে।