আসসালামুয়ালাইকুম...কি অবস্থা ভাই সবার? রমজান মাস কেমন যাচ্ছে আপনাদের?
দেশটা আর দেশ থাকলো না, শেষ করে দিচ্ছে সবকিছু, ৫ আগষ্টের পর একটা সুন্দর দেশ দেখতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়তো দেখতে পারলাম না। দেশের চলছে শুধু অরাজকতা কে কাকে মেরে খেতে পারে। প্রকাশ্য চাঁদাবাজি হচ্ছে এবং ধ'র্ষন দিন দিন বেড়ে যাচ্ছে। ছোট ছোট ১৩-১৪ বছরের ছেলেদের হাতে বন্ধক দেখা যায়। প্রকাশ্যে তারা চাঁদাবাজি করতেছে। চলাচলের জন্য কোন নিরাপত্তা নেই বাস থামিয়ে চাঁদাবাজি করতেছে। বাসের মধ্যে যাত্রীদের ধর্ষণ এবং নিজের ঘরের আপন মানুষদের সাথে এরকম খারাপ কাজ চলছে। শিশুরাও এখান থেকে রক্ষা পাচ্ছে না। আবার ধর্ষণের বিচার হতেও নাকি ৬ মাসের মত সময় লাগে। এই দেশে বিচার চেয়েও এখন বিচার পাওয়া যায় না। প্রশাসনের কোন উন্নতি দেখা যাচ্ছে না। সর্বপুরে দেখা যাচ্ছে দেশটা একদম শেষ হয়ে গেছে। এটা রমজান মাস সংযমের মাস ভেবেছিলাম এই মাছটা অনেক সুন্দর হবে কিন্তু এসব কি হচ্ছে দেশে এগুলো সত্যি ভাবিয়ে তোলে। এগুলোর শেষ কোথায় এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো কবে আমরা কবে আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো।
সতর্ক থাকিয়েন সবাই নিজের মা বোনকে রক্ষা করার জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মা বোনদের সতর্ক করে দিতে হবে একা একা কোথাও চলাফেরা যেন না করে এবং সব সময় চোখ কান খোলা রাখতে হবে। আপনাদের ওইদিকে কি অবস্থা ভাইয়রা?