Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 09/03/2025, 20:32:11 UTC
Yescoin CEO Zoroo(আসল নাম - Zhang Chi) সম্প্রতি গ্রেফতার হয়েছে।

তাকে চায়নার সাংহাই থেকে গ্রেফতার করা হয়। Yes coin ছিল টেলিগ্রাম এর একটি মিনি বট যেটা কিনা নট কয়েনের সফলতার পর লঞ্চ হয়।

Wang Mouxin ছিল ফিনান্স সেক্টরের অন্তর্ভুক্ত। সে অবৈধভাবে Ton Open League এর $১,৩০,০০০ (এক লাখ তিরিশ হাজার) ডলার সমপরিমাণের প্রাইজ মানি নিজের ওয়ালেটে ট্রান্সফার করে।

যখন টিম সেই ফান্ড টি কাজের জন্য চায় তখন ওয়ান মিথ্যে কথা বলে যে সেই ওয়ালেট টি সে এক্সেস করতে পারছে না।

Wang প্রাইস মানির আরো $৫,০০,০০০ (5 লক্ষ) ডলার আত্মসাৎ করে , এবং ইনভেস্টমেন্ট ফান্ডের অপব্যবহার করে। তার এইরকম ব্যবহার এর কারণে টিম থেকে তাকে বহিস্কার করার জন্য ভোট করা হয়। কিন্তু পরে Zoroo তাকে টিম এ নিয়ে আসে প্রেসারে পড়ে।

Wang পুরো টিমের কন্ট্রোল নিজের চায় এবং সে সাংহাইতে একটি নতুন টিম গঠন করে পুরনো টিমের পাশাপাশি।

Wang মিথ্যে দাবি করে যে সে প্রজেক্ট ডেভেলপমেন্ট এর জন্য এক লাখ ডলারের ডেভলপার হায়ার করেছে। পরে এটা ফাঁস হয়ে যায় যে হায়ার করা ডেভলপার আসলে YesCoin স্টেক  হোল্ডার ছিল। তারপরেই সে ফেব্রুয়ারি ১২ তারিখ এরেস্ট হয়।

Wang  গোপন ভাবে YesCoin  কে সাংয়ের একটি কোম্পানির নামে রেজিস্টার করে ফেলে এবং পরবর্তীতে Wang কে অপবাদ দেয় হ্যাকিংয়ের এবং অবৈধভাবে প্রজেক্ট এর ফান্ড নেয়ার।

যে কারণে পরবর্তীতে zoroo অ্যারেস্ট হয়ে যায়।
এই ছিল Yes Coin এর সিইও এর অ্যারেস্ট এবং হ্যাকিং নিয়ে সারসংক্ষেপ।

আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে বর্তমানে টেলিগ্রাম মিনিবট এর যত বড় লঞ্চ হয়েছে সম্প্রতি সবগুলো একপ্রকার  স্ক্যাম এর কাতারেই পড়ছে। প্রত্যেকটা প্রজেক্ট ইউজারদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করছে এবং নামমাত্র এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড করাচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের জেনারেট করা রেভিনিউ যতটুক ছিল সেই পরিমাণ মার্কেট ক্যাপ তারা এচিভ করতে পারছে না।

সেখানে Yes Coin সরাসরি একপ্রকার স্কাম করে ফেলল। যারা Yes Coin ফার্ম করেছিলেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ।


ধন্যবাদ, আপনার মেয়েদের সাবধানে রাখুন ।