Cryptocurrency গুলার মধ্যে সবার উপরে আছে Bitcoin. Bitcoin এর দাম বর্তমানে উঠানামা করেই চলেছে। জানুয়ারি ২০২৫ এ bitcoin এর সর্বোচ্চ দাম ছিল ১০৯,২৪১ ডলার পর্যন্ত। আর bitcoin এর বর্তমান মূল্য ৮৫,৯১৭ ডলার। অন্যদিকে Cryptocurrency তে ২য় স্থানে আছে Ethereum এর মূল্য ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সেইম ২২০০ ডলার। তাই আমার মনে হয় যারা Bitcoin কিনে ভয়ে থাকেন, যে কখন এর দাম কমবে আবার বাড়বে।
তারা Ethereum কিনে রাখতে পারেন। তাহলে লস বা লাভ হওয়ার কোনো ভয় নাই। 
কে বলছে? বড় বড় হোয়েলরা পর্যন্ত মারা খাইতেছে, পজিসন লিকুইডেট হয়ে যাচ্ছে ETH এর বাজে পারফরমেন্সের জন্যে। আর আপনি এসব বলেন, লল।
$৩৫০০ এ কেনা ইথার এখন $২০০০। মাঝ দিয়ে $১৫০০ গায়েব। আর কিছু বলবেন? পাব্লিক প্লেস তাই এমাউন্ট উল্লেখ করলাম না।