Post
Topic
Board Other languages/locations
পুরা বিশ্বে ২০২৫ সালে বিটকয়েন গ্রহণযোগú
by
Nihum342
on 11/03/2025, 14:09:06 UTC
আমরা মনে করতেছি, বিটকয়েনের চাহিদা তো বর্তমান বিশ্বে অনেক বেশি। আসলে কিন্তু বিশ্বের মাত্র ৪% মানুষের কাছেই বিটকয়েন কেনা আছে। আফ্রিকা মহাদেশে বিটকয়েনের হোল্ডার মাত্র ১.৬%। এশিয়া মহাদেশে ৩.৬% আর ইউরোপে ৩.৪% বিটকয়েন হোল্ডার আছে। সবচেয়ে বেশি বিটকয়েন হোল্ডার আমেরিকা মহাদেশে। আমেরিকার প্রায় ১৪% মানুষ বিটকয়েন হোল্ড করছে। আরও জানতে চাইলে এখানে দেখতে পারেন। Smiley তবে বিটকয়েন সব জায়গায় গ্রহণ না হওয়ার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা বিশ্বের অনেকে বিটকয়েন সম্পর্কে জানেই না। আবার কেউ জানলে কি করে এটা ব্যবহার করতে হয়, কি করে এটা কাজ করে তা জানেই না। মানে, মানুষের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে বিটকয়েনের গ্রহণযোগ্য এত কম।