এগুলো বাদ দিয়া একটা ফিজিক্যাল ব্যবসা করা উত্তম অথবা যে চাকরি করতে চায় তার চাকরিতে জয়েন করা ভালো এতে যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে।
ঠিকই বলছেন ভাই, আসলে এটা তারাই করে যারা বেকার কোন কাজ নাই অনেক সময় হাতে থাকে তারা এগুলো বেশি করে কিন্তু Not&Dog এর পরে থেকে সবাই এত পরিমাণ এটার উপরে ঝুকে পড়লো যেটা বলার বাহিরে। বিশেষ করে হামিস্টার কমভার্ট এর সময় দেখেছি ছোট বাচ্চারা পর্যন্ত প্রচুর সময় দিয়ে এয়ারটেক করতাছে। মানে তাদের মুখে একটাই কথা এখান থেকে ভালো পরিমানে প্রফিট পাওয়া যায়। কত আশায় বুক বেঁধেছিল তারা পরিশেষে দেখা গেল মুলা ধরিয়ে দিয়ে গেল। এরাই এত পরিমান সময় দেয় এখানে যেটা দেখে মনে হয় অন্য কোন কিছুতে যদি তার 20% সময়ও দিত তাহলে তারা সেই কাজ থেকে অবশ্যই সফলতা পেতো। তবে টেলিগ্রাম বট থেকে যে খুব বেশি পেমেন্ট পাওয়া যাবে এরকম কিছুই না।
আমি Notpixel প্রায় আমার ৮০০ ডলারের উপরে ইনভেস্ট ছিল কিন্তু সেখান থেকে আমি মাত্র ২০০ ডলার তুলতে পারি। যদিও বা এয়ারড্রোপ ছিল ফ্রি কিন্তু তাদের মেকানিজম এরকম ছিল যে আপনি যদি বেশি আর্ন করতে চান তাদের রেওয়ার্ড তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইনকাম পারচেজ করতে হবে যেটা একপ্রকার ইনভেস্টমেন্ট ছিল।
Not pixel এর কথা আর কি বলবো ভাই এত দিক পরিমাণ লোভ দেখিয়েছিল সাধারণ গ্রাহকদের যেটা দেখে সবাই অবাক হয়ে গেছিলো। তবে তাদের যে প্রচেষ্টা ছিল অগ্রগতির দ্বারা অব্যাহত রেখে তারা ভালো কোন কিছু করতে পারতো। আসলে তারা গ্রাহকদের থেকে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের মতো তারা ঠিকই ফায়দা লুটে নিয়েছে এদিকে গ্রাহকদের প্রচুর ক্ষতি করে দিয়ে গেছে। আমার নিজের একটা NP অ্যাকাউন্ট কিনা ছিলো ৩০$ দিয়ে। পরে ডেইলি রিওয়ার্ড করে আরো ৬-৭$ TON খরচ করেছিলাম কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটার দাম এরকম কম হবে। তবুও আমি আর ধরে রাখিনি ৩০$ এই দামে বিক্রি করে দিয়েছিলাম। তখন যদি বিক্রি করে না দিতাম বর্তমান সময়ে আরো বেশি লস থাকতাম।
এইসব টেলিগ্রাম বটের এয়ারড্রপ গুলো এখন আর করি না। এগুলা করা মানে সময়ের নষ্ট এখান থেকে কোন ভাল প্রফিট পাওয়া সম্ভব না।